নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা 

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ২১:১৬
শুক্রবার নরসিংদী জেলায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে আলোচনা সভার আয়োজন করেছে আপ বাংলাদেশ (ইউনাইটেড পিপলস বাংলাদেশ)। ছবি: বাসসবি: বাসস

নরসিংদী, ৪ জুলাই, ২০২৫ (বাসস): জেলায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে আলোচনা সভার আয়োজন করেছে আপ বাংলাদেশ (ইউনাইটেড পিপলস বাংলাদেশ)। 

আজ শুক্রবার বিকেলে নরসিংদী প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় শহীদ পরিবার, আহত যোদ্ধা ও আপ বাংলাদেশের স্থানীয় সংগঠকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।

নরসিংদী জেলা সংগঠক রুহুল আমিন ফয়সালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ, কেন্দ্রীয় ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল আলীম, কেন্দ্রীয় সদস্য ডা. জাহিদ হাসান, শহীদ তাহমিদের পিতা ডা. রফিকুল ইসলাম, আহত জুলাই যোদ্ধারা এবং নরসিংদীর অন্যান্য সংগঠকরা।

প্রধান অতিথি হিযবুল্লাহ বলেন, জুলাই ঘোষণাপত্র কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়। এটি জনগণের, শহীদদের। কাজেই ইন্টেরিম সরকারকেই এই ঘোষণাপত্র ও সনদ দিতে হবে।

শহীদ তাহমিদুল ইসলামের পিতা ডা. রফিকুল ইসলাম বলেন, শহীদরা যে স্বপ্ন ও ন্যায়ের জন্য জীবন দিয়েছেন, সরকারকে সেই আকাঙ্ক্ষার মর্যাদা রক্ষা করতে হবে।

এড. আব্দুল আলীম বলেন, এই জুলাই মাস শেষ হওয়ার আগেই ইন্টেরিম সরকারকে ঘোষণাপত্র ও সনদ প্রকাশ করতে হবে।

আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আহত যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানি-বাংলাদেশের সহযোগিতায় টেকসই জ্বালানি রূপান্তর সম্মেলন
চট্টগ্রামে ব্যবসায়ী আকাশ হত্যা, গ্রেফতার ৩
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ
সোহানের বিধ্বংসী সেঞ্চুরিতে জয় দিয়ে শুরু বাংলাদেশের
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সামরিক মহড়ার ঘোষণা ত্রিনিদাদ ও টোবাগোর
সড়ক দুর্ঘটনা রোধ করা না গেলে দক্ষ জনশক্তি তৈরি বাধাগ্রস্ত হবে : বিআরটিএ চেয়ারম্যান
আমদানির সংবাদে দিনাজপুরে পেঁয়াজের দাম কমেছে
ঐতিহ্যবাহী টাঙ্গাইলের তাঁতের শাড়ির সুনাম এখন বিশ্বজুড়ে সমাদৃত
ঢাকার ৪৪ পুকুর ও জলাশয় সংস্কারের উদ্বোধন
এআই দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে রিউমার স্ক্যানার
১০