নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা 

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ২১:১৬
শুক্রবার নরসিংদী জেলায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে আলোচনা সভার আয়োজন করেছে আপ বাংলাদেশ (ইউনাইটেড পিপলস বাংলাদেশ)। ছবি: বাসসবি: বাসস

নরসিংদী, ৪ জুলাই, ২০২৫ (বাসস): জেলায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে আলোচনা সভার আয়োজন করেছে আপ বাংলাদেশ (ইউনাইটেড পিপলস বাংলাদেশ)। 

আজ শুক্রবার বিকেলে নরসিংদী প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় শহীদ পরিবার, আহত যোদ্ধা ও আপ বাংলাদেশের স্থানীয় সংগঠকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।

নরসিংদী জেলা সংগঠক রুহুল আমিন ফয়সালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ, কেন্দ্রীয় ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল আলীম, কেন্দ্রীয় সদস্য ডা. জাহিদ হাসান, শহীদ তাহমিদের পিতা ডা. রফিকুল ইসলাম, আহত জুলাই যোদ্ধারা এবং নরসিংদীর অন্যান্য সংগঠকরা।

প্রধান অতিথি হিযবুল্লাহ বলেন, জুলাই ঘোষণাপত্র কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়। এটি জনগণের, শহীদদের। কাজেই ইন্টেরিম সরকারকেই এই ঘোষণাপত্র ও সনদ দিতে হবে।

শহীদ তাহমিদুল ইসলামের পিতা ডা. রফিকুল ইসলাম বলেন, শহীদরা যে স্বপ্ন ও ন্যায়ের জন্য জীবন দিয়েছেন, সরকারকে সেই আকাঙ্ক্ষার মর্যাদা রক্ষা করতে হবে।

এড. আব্দুল আলীম বলেন, এই জুলাই মাস শেষ হওয়ার আগেই ইন্টেরিম সরকারকে ঘোষণাপত্র ও সনদ প্রকাশ করতে হবে।

আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আহত যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
সিলেটে সিএনজি-অটোরিকশায় নিরাপত্তা গ্রিল বাধ্যতামূলক : এসএমপি কমিশনার
রোহিঙ্গা ক্যাম্প থেকে লক্ষাধিক ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা নারী আটক 
নারায়নগঞ্জে গাড়িচালক ও হেলপারদের জন্য হচ্ছে আমব্রেলা একাউন্ট 
শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত : সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে : ফয়েজ আহমদ তৈয়্যব
সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তৎপর বিএনপি : তারেক রহমান
রাজশাহী রেলওয়ে হাসপাতালে সর্বসাধারণের চিকিৎসা সেবা উদ্বোধন : টিকেট ১০ টাকা
১০