চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ যাত্রী নিহত

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ২৩:৫৩

চুয়াডাঙ্গা, ৪ জুলাই, ২০২৫ (বাসস): চুয়াডাঙ্গার জাফরপুরে একটি তেলবাহী ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইকের চালকসহ ৩ যাত্রী নিহত হয়েছে। এছাড়া, আহত হয়েছে ৬ মাস বয়সী এক শিশুসহ ৫ জন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে  চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের জাফরপুর নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান,  চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রাকটি ঝিনাইদহের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে যাত্রীবাহী ব্যাটারি চালিত ইজিবাইক চুয়াডাঙ্গা শহরের দিকে আসছিলো। পথিমধ্যে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় একজন পুরুষ যাত্রী (৪০) নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর জরুরি বিভাগে এক নারী যাত্রী (৫০) মারা যান। কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩৫) মারা যান। আরিফুল জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কলোনি পাড়ার নুর মোহাম্মদের ছেলে। 

এ ঘটনায় আহতরা হলেন- ইজিবাইকের যাত্রী জেলার দুধপাতিলা গ্রামের আলামিন (২২), চাদপুরের দেলোয়ার হোসেন সায়েম (২৮), হায়দারপুর গ্রামের ফাহাদ (২২), রিয়া খাতুন (২০) ও তার ৬ মাস বয়সী শিশু সন্তান ইয়াসিন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আল ইমরান জুয়েল বলেন, হাসপাতালে ৩ জনের মরদেহ রাখা হয়েছে। এর মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে। বাকী ২ জনের পরিচয় শনাক্ত হয়নি। আহত ৫ জনের মধ্যে ২ অবস্থা আশংকাজনক। দুর্ঘটনায় প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশ গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)খালিদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। তেলবাহী ট্রাকের ড্রাইভার ও হেলপার ঘটনার পর পালিয়ে গেছে। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
সিলেটে সিএনজি-অটোরিকশায় নিরাপত্তা গ্রিল বাধ্যতামূলক : এসএমপি কমিশনার
রোহিঙ্গা ক্যাম্প থেকে লক্ষাধিক ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা নারী আটক 
নারায়নগঞ্জে গাড়িচালক ও হেলপারদের জন্য হচ্ছে আমব্রেলা একাউন্ট 
শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত : সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে : ফয়েজ আহমদ তৈয়্যব
১০