চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ যাত্রী নিহত

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ২৩:৫৩

চুয়াডাঙ্গা, ৪ জুলাই, ২০২৫ (বাসস): চুয়াডাঙ্গার জাফরপুরে একটি তেলবাহী ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইকের চালকসহ ৩ যাত্রী নিহত হয়েছে। এছাড়া, আহত হয়েছে ৬ মাস বয়সী এক শিশুসহ ৫ জন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে  চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের জাফরপুর নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান,  চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রাকটি ঝিনাইদহের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে যাত্রীবাহী ব্যাটারি চালিত ইজিবাইক চুয়াডাঙ্গা শহরের দিকে আসছিলো। পথিমধ্যে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় একজন পুরুষ যাত্রী (৪০) নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর জরুরি বিভাগে এক নারী যাত্রী (৫০) মারা যান। কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩৫) মারা যান। আরিফুল জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কলোনি পাড়ার নুর মোহাম্মদের ছেলে। 

এ ঘটনায় আহতরা হলেন- ইজিবাইকের যাত্রী জেলার দুধপাতিলা গ্রামের আলামিন (২২), চাদপুরের দেলোয়ার হোসেন সায়েম (২৮), হায়দারপুর গ্রামের ফাহাদ (২২), রিয়া খাতুন (২০) ও তার ৬ মাস বয়সী শিশু সন্তান ইয়াসিন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আল ইমরান জুয়েল বলেন, হাসপাতালে ৩ জনের মরদেহ রাখা হয়েছে। এর মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে। বাকী ২ জনের পরিচয় শনাক্ত হয়নি। আহত ৫ জনের মধ্যে ২ অবস্থা আশংকাজনক। দুর্ঘটনায় প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশ গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)খালিদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। তেলবাহী ট্রাকের ড্রাইভার ও হেলপার ঘটনার পর পালিয়ে গেছে। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐতিহ্যবাহী খেলাধুলা প্রচারে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে এমওইউ সই
চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ যাত্রী নিহত
প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে : সমাজকল্যাণ উপদেষ্টা
১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে উত্তরায় জামায়াতের মিছিল
বিএনপি ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর
ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ আমাকে জনতার মঞ্চে নিয়ে এসেছেন: এটিএম আজহারুল ইসলাম
গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের আলোচনার ইঙ্গিত
অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য চিরতরে বিদায় করতে চাই : নাহিদ ইসলাম
রোমে জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে আহত ৪৫
নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা 
১০