চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ যাত্রী নিহত

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ২৩:৫৩

চুয়াডাঙ্গা, ৪ জুলাই, ২০২৫ (বাসস): চুয়াডাঙ্গার জাফরপুরে একটি তেলবাহী ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইকের চালকসহ ৩ যাত্রী নিহত হয়েছে। এছাড়া, আহত হয়েছে ৬ মাস বয়সী এক শিশুসহ ৫ জন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে  চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের জাফরপুর নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান,  চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রাকটি ঝিনাইদহের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে যাত্রীবাহী ব্যাটারি চালিত ইজিবাইক চুয়াডাঙ্গা শহরের দিকে আসছিলো। পথিমধ্যে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় একজন পুরুষ যাত্রী (৪০) নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর জরুরি বিভাগে এক নারী যাত্রী (৫০) মারা যান। কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩৫) মারা যান। আরিফুল জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কলোনি পাড়ার নুর মোহাম্মদের ছেলে। 

এ ঘটনায় আহতরা হলেন- ইজিবাইকের যাত্রী জেলার দুধপাতিলা গ্রামের আলামিন (২২), চাদপুরের দেলোয়ার হোসেন সায়েম (২৮), হায়দারপুর গ্রামের ফাহাদ (২২), রিয়া খাতুন (২০) ও তার ৬ মাস বয়সী শিশু সন্তান ইয়াসিন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আল ইমরান জুয়েল বলেন, হাসপাতালে ৩ জনের মরদেহ রাখা হয়েছে। এর মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে। বাকী ২ জনের পরিচয় শনাক্ত হয়নি। আহত ৫ জনের মধ্যে ২ অবস্থা আশংকাজনক। দুর্ঘটনায় প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশ গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)খালিদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। তেলবাহী ট্রাকের ড্রাইভার ও হেলপার ঘটনার পর পালিয়ে গেছে। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানি-বাংলাদেশের সহযোগিতায় টেকসই জ্বালানি রূপান্তর সম্মেলন
চট্টগ্রামে ব্যবসায়ী আকাশ হত্যা, গ্রেফতার ৩
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ
সোহানের বিধ্বংসী সেঞ্চুরিতে জয় দিয়ে শুরু বাংলাদেশের
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সামরিক মহড়ার ঘোষণা ত্রিনিদাদ ও টোবাগোর
সড়ক দুর্ঘটনা রোধ করা না গেলে দক্ষ জনশক্তি তৈরি বাধাগ্রস্ত হবে : বিআরটিএ চেয়ারম্যান
আমদানির সংবাদে দিনাজপুরে পেঁয়াজের দাম কমেছে
ঐতিহ্যবাহী টাঙ্গাইলের তাঁতের শাড়ির সুনাম এখন বিশ্বজুড়ে সমাদৃত
ঢাকার ৪৪ পুকুর ও জলাশয় সংস্কারের উদ্বোধন
এআই দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে রিউমার স্ক্যানার
১০