বিএনপি ঘোষিত রাষ্ট্র-কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে আকবর হোসেন বাবলু

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১০:৩৯
ছবি : বাসস

মানিকগঞ্জ, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র-কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরে মানিকগঞ্জের প্রতিটি ইউনিয়ন, গ্রাম-গঞ্জ ও হাট-বাজারে মতবিনিময় সভা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

মানিকগঞ্জে শিবালয় আরিচা ঘাট এলাকায় বিএনপির, যুবদল ও অঙ্গসংঠনের উদ্যোগে প্রচারণা সভায় গতকাল প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ারের হোসেনের জ্যেষ্ঠ পুত্র মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য খন্দকার আকবর হোসেন বাবলু বলেন, যাদের বিগত ১৭ বছর দলের কোন কর্মসূচী ও আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। তারা এখন ভোল পাল্টে সুবিধা নিতে আসছেন। 

এ বিষয়ে ত্যাগী নেতা-কর্মীদের সর্তক থাকতে আহ্বান জানান তিনি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতা ও বিএনপি’র নেতা-কর্মীদের আন্দোলনে গণঅভ্যূত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশ নতুন করে গড়ে তুলবার লড়াই ও কর্মসূচী চলছে। একটি গনতান্ত্রিক সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করছে।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী এখনোও ষড়যন্ত্র করছে। তাই নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকাতে হবে । সবাইকে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের ৩১ দফা নিয়ে আগামী নির্বাচনের জন্য গ্রাম-গঞ্জে ধানের শীষে ভোট চাইতে ঝাঁপিয়ে পড়তে হবে।

তিনি বলেন, ‘আমার পিতা খন্দকার দেলোয়ার হোসেন আপনাদের ভোটে পাঁচবার এমপি নির্বাচিত হয়েছিলেন। তাকে আপনারা যে আপনাদের অন্তরস্থান থেকে ভালবাসতেন, তা আমি প্রতিটি জায়গায় উপলব্ধি করছি। আপনাদের দোয়ায় আমি যদি বিএনপি’র মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হতে পারি, তাহলে পশ্চিম মানিকগঞ্জকে যমুনা নদীর ভাঙ্গন থেকে রক্ষার জন্য আমার যা যা করার আমি তাই করব।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মহিদুর রহমান, শিবালয় উপজেলা বিএনপি নেতা পলাশ হোসেন, শিবালয় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক  আবু খালিদ ডন, শিবালয়  উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল রাজবংশী, শিবালয় উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক লিটন হোসেন, ঢাকা মহানগর (উত্তর) কৃষক দলের সদস্য সেলিম মিঞা, দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বাচ্চু প্রমুখ।

বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
নির্বাচন কমিশন সার্ভিস গঠনের দাবি উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের
গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাহমুদ উল্লাহর ইন্তেকাল
১০