মানিকগঞ্জের সাত উপজেলায় চলছে তিল কাটার উৎসব

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৫
মানিকগঞ্জ জেলায় এবছর ১,১৪০ হেক্টর বেশি জমিতে তিল চাষ হয়েছে। ছবি : বাসস

মানিকগঞ্জ, ৫ জুলাই ২০২৫ (বাসস): জেলার সাতটি উপজেলায় শুরু হয়েছে তিল কাটা। আশানুরূপ ফলন হওয়ায় চলতি মৌসুমে চাষিদের যেন তিল কাটার উৎসব লেগেছে। এবছর জেলায় তিল উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তিল চাষিরা। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) জানায়, চলতি মৌসুমে জেলায় ৩,৮৫০ হেক্টর জমি থেকে ৪,২৩৫ টন তিল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর, জেলায় ২,৭১০ হেক্টর জমিতে তিল চাষ করে ভাল ফলন পাওয়ায় চাষিরা এবছর অধিক জমিতে তিল চাষে উৎসাহিত হয়। জেলায় গত বছরের চেয়ে এবছর ১,১৪০ হেক্টর বেশি জমিতে তিল চাষ হয়েছে।  

সূত্র জানায়, গত কয়েক বছর ধরে তিলের ভালো ফলন এবং ন্যায্য মূল্য প্রাপ্তি কৃষকদের তিল চাষে উৎসাহিত করেছে। জেলাজুড়ে অনুকূল আবহাওয়া বিরাজমান থাকায়  এ বছর তিল চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। জেলার দৌলতপুর, শিবালয় এবং হরিরামপুর উপজেলার বালুকাময় চরাঞ্চল দীর্ঘদিন ধরে অনাবাদি ছিল। এখন এসব চরের বেশিরভাগ এলাকাই তিল চাষের আওতায় আনা হচ্ছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপ-পরিচালক ড. রোবিয়া নূর আহমেদ বলেন, জেলার জমি তিল চাষের জন্য উপযুক্ত। কৃষকরাও তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন। ফলে জেলার চাষিরা তিল চাষে আগ্রহী হচ্ছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ৫০ জনের মাঝে সনদ বিতরণ
বার্সেলোনা ছেড়ে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দিলেন ইনিগো মার্টিনেজ
অভিষেকেই নিজের উপস্থিতির জানান দিলেন সন
কম্বোডিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে থাই সৈন্য আহত
ইউক্রেন বিষয়ক পশ্চিমা জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে বৈঠক করবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
সিরাজগঞ্জে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 
মেহেরপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭১১ মামলা
খসড়া তালিকা প্রকাশ : দেশের মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ
রাজধানীতে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রি শুরু
১০