মানিকগঞ্জের সাত উপজেলায় চলছে তিল কাটার উৎসব

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৫
মানিকগঞ্জ জেলায় এবছর ১,১৪০ হেক্টর বেশি জমিতে তিল চাষ হয়েছে। ছবি : বাসস

মানিকগঞ্জ, ৫ জুলাই ২০২৫ (বাসস): জেলার সাতটি উপজেলায় শুরু হয়েছে তিল কাটা। আশানুরূপ ফলন হওয়ায় চলতি মৌসুমে চাষিদের যেন তিল কাটার উৎসব লেগেছে। এবছর জেলায় তিল উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তিল চাষিরা। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) জানায়, চলতি মৌসুমে জেলায় ৩,৮৫০ হেক্টর জমি থেকে ৪,২৩৫ টন তিল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর, জেলায় ২,৭১০ হেক্টর জমিতে তিল চাষ করে ভাল ফলন পাওয়ায় চাষিরা এবছর অধিক জমিতে তিল চাষে উৎসাহিত হয়। জেলায় গত বছরের চেয়ে এবছর ১,১৪০ হেক্টর বেশি জমিতে তিল চাষ হয়েছে।  

সূত্র জানায়, গত কয়েক বছর ধরে তিলের ভালো ফলন এবং ন্যায্য মূল্য প্রাপ্তি কৃষকদের তিল চাষে উৎসাহিত করেছে। জেলাজুড়ে অনুকূল আবহাওয়া বিরাজমান থাকায়  এ বছর তিল চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। জেলার দৌলতপুর, শিবালয় এবং হরিরামপুর উপজেলার বালুকাময় চরাঞ্চল দীর্ঘদিন ধরে অনাবাদি ছিল। এখন এসব চরের বেশিরভাগ এলাকাই তিল চাষের আওতায় আনা হচ্ছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপ-পরিচালক ড. রোবিয়া নূর আহমেদ বলেন, জেলার জমি তিল চাষের জন্য উপযুক্ত। কৃষকরাও তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন। ফলে জেলার চাষিরা তিল চাষে আগ্রহী হচ্ছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্দোলনে সরাসরি অংশ নিতে প্রতিবার বাসা থেকে বের হওয়ার সময় ভাবতাম আর ফিরতে পারব না : সিনথিয়া
তিন শূন্য লক্ষ্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান
যশোরে ২৩ টি স্বর্ণের বার জব্দ, আটক ২ 
জেডআরএফ’র উদ্যোগে বরিশালে মেডিকেল শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষণ উপকরণ প্রদান
পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ
পবিত্র আশুরা উপলক্ষ্যে আগামীকাল জাতীয় মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল
রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেফতার
চট্টগ্রামে আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ
ঢাবিতে আন্তঃহল সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা সম্পন্ন
চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
১০