দিনাজপুরের দশমাইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত 

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৫:০৫

দিনাজপুর, ৫ জুলাই ২০২৫(বাসস) : দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের দশমাইল নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের দশমাইল নামক স্থানে পেট্রোল পাম্পের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দশমাইল হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, নিহত গৃহবধূ হালিমা খাতুন (৫০)  জেলার সদর উপজেলার আস্করপুর গ্রামের বাসিন্দা। তিনি স্বামী মো. আফছার আলীর সাথে মোটরসাইকেল যোগে ক্যান্সার আক্রান্ত এক আত্মীয়কে দেখে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি ফেরার সময় পেছন থেকে আসা একটি বেপরোয়া ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পিছনে বসা  হালিমা খাতুন মোটর সাইকেল থেকে পড়ে যান। ট্রাকটি হালিমা খাতুনকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। তিনি ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে তার স্বামী আফছার আলী ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান ।

দশমাইল হাইওয়ে থানার ওসি পরিদর্শক মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহত মহিলার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। নিহতের পরিবারের আপত্তি না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
নির্বাচন কমিশন সার্ভিস গঠনের দাবি উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের
১০