দিনাজপুরের দশমাইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত 

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৫:০৫

দিনাজপুর, ৫ জুলাই ২০২৫(বাসস) : দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের দশমাইল নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের দশমাইল নামক স্থানে পেট্রোল পাম্পের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দশমাইল হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, নিহত গৃহবধূ হালিমা খাতুন (৫০)  জেলার সদর উপজেলার আস্করপুর গ্রামের বাসিন্দা। তিনি স্বামী মো. আফছার আলীর সাথে মোটরসাইকেল যোগে ক্যান্সার আক্রান্ত এক আত্মীয়কে দেখে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি ফেরার সময় পেছন থেকে আসা একটি বেপরোয়া ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পিছনে বসা  হালিমা খাতুন মোটর সাইকেল থেকে পড়ে যান। ট্রাকটি হালিমা খাতুনকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। তিনি ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে তার স্বামী আফছার আলী ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান ।

দশমাইল হাইওয়ে থানার ওসি পরিদর্শক মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহত মহিলার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। নিহতের পরিবারের আপত্তি না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতের দার্জিলিংয়ে ভূমিধসে নিহত ২০
সাতক্ষীরায় কাঠবোঝাই ট্রলি উল্টে চালকের সহকারী নিহত
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৫, বিদ্যুৎ বিভ্রাট
কাপ্তাই হ্রদ থেকে বালু উত্তোলনের দায়ে একলাখ টাকা জরিমানা
নেত্রকোণা শহরের ফুটপাত দখলমুক্তে উচ্ছেদ অভিযান জেলা প্রশাসনের 
সুনামগঞ্জে নিরাপদ মাছ উৎপাদন বিষয়ক সেমিনার 
নেপালে বন্যা ও ভূমিধসে নিহত ৪২
রাঙ্গামাটিতে জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মশালা
কুমিল্লায় নতুন প্রকল্প নিয়ে ডিসির মতবিনিময়
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি
১০