শেরপুরে এক বন্য হাতির মৃত্যু

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৫:০১ আপডেট: : ০৫ জুলাই ২০২৫, ১৬:২৮
ছবি : বাসস

শেরপুর, ৫ জুলাই ২০২৫ (বাসস) : জেলার নালিতাবাড়ীতে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। আজ ভোর ৫ টার দিকে উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
বন বিভাগ সূত্রে জানা যায়, আজ ভোরে স্থানীয় বাসিন্দারা নালিতাবাড়ী উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকায় একটি বন্য হাতির মরদেহ দেখতে পান। তারা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। 

খবর পেয়ে জীববৈচিত্র্য ও সংরক্ষণ বিভাগ এবং বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। মৃত হাতিটি একটি পুরুষ হাতি। যার বয়স আনুমানিক ১৫ থেকে ২০ বছর। 

হাতির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তবে হাতিটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্ত করা হবে। এরপর নিয়ম অনুযায়ী হাতিটিকে মাটি চাপা দেওয়া হবে। বন বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ৫০ জনের মাঝে সনদ বিতরণ
বার্সেলোনা ছেড়ে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দিলেন ইনিগো মার্টিনেজ
অভিষেকেই নিজের উপস্থিতির জানান দিলেন সন
কম্বোডিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে থাই সৈন্য আহত
ইউক্রেন বিষয়ক পশ্চিমা জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে বৈঠক করবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
কুমিল্লায় ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট জব্দ 
সিরাজগঞ্জে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 
মেহেরপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭১১ মামলা
খসড়া তালিকা প্রকাশ : দেশের মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ
১০