সুনামগঞ্জে কারিগরিও বৃত্তিমূলক প্রশিক্ষণের সুফল বিষয়ক সেমিনার

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৬:০৪
বাংলাদেশে কারিগরি শিক্ষাবোর্ড পরিচালিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। ছবি: বাসস

সুনামগঞ্জ, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশে কারিগরি শিক্ষাবোর্ড পরিচালিত কারিগরিও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার আজ অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ শিক্ষা বোর্ড ঢাকা আয়োজিত শনিবার সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা হলরুমে সিলেট বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশ গ্রহণের মধ্য দিয়ে সকাল ১০টায় সেমিনার শুরু হয়।

এ সময় প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেছেন, শিক্ষার মনোন্নয়নের জন্য শিক্ষকদের প্রত্যয়ী হতে হবে। নৈতিক দিক দিয়ে আমাদের আরো শক্ত হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতার মাধ্যমে শুধু এ প্লাস বাড়ালেই হবে না। শুধু শিক্ষিত হলেই হবে না, পাশাপাশি দক্ষ হতে হবে। তাহলে বেকারত্ব কমবে। 

তিনি আরো বলেন, বাংলাদেশে ৩০-৪০ বছর যাবত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অবহেলিত ছিলো। যা চরম আত্নঘাতি। ২০৩০ সালের মধ্যে কারিগরি শিক্ষাকে শতকরা ৩০ শতাংশে নিয়ে আসতে হবে। প্রত্যেক উপজেলায় সরকার একটি করে টেকনিক্যাল কলেজ করবে। তা বাস্তবায়ন করতে হলে শিক্ষকদেরকে আন্তরিক হতে হবে। 

তিনি আরো বলেন, মনে রাখতে হবে বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। 

দেশে শিক্ষার মান আরো উন্নত করতে হলে শিক্ষাকে ৮ম শ্রেণি পর্যন্ত বাধ্যতামুলক করতে হবে। 

সচিব বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লক্ষ শিক্ষার্থী রয়েছে। কিন্ত, প্রতি বছর ১০ লক্ষ শিক্ষার্থী বেকার হচ্ছে। 

কারিগরি ধারায় রয়েছে ১৭ লক্ষ শিক্ষার্থী। মাদ্রাসায় রয়েছে ৩০ লক্ষ শিক্ষার্থী। এখানেই অনুমান করা যায় কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা কতটুকু বেশি। আগামী বছর আরো ৫শ’ মাদ্রাসায় কারিগরি শিক্ষা চালু করা হবে বলে তিনি জানান।

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর সিলেটের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ রিহান উদ্দিন, পরিচালক (কারিকুলাম) বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড প্রকৌশলী মো. আনোয়ারুল কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক, সুনামগঞ্জ (রুটিন দায়িত্ব) মো. রেজাউল করিম। উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর মেরুয়াখলা মমিনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, সুনামগঞ্জ মাইজবাড়ি আলহেরা জামেয়া ইসলামিয়ার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম, কামাল বাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. কামরুজ্জামান চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে বিজিবির প্রচেষ্টায় দেশে ফিরলো সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশির লাশ
তারুণ্যের উৎসব : চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ
গাজায় ইসরাইলি হামলা নিহত ২০
পিরোজপুরে অস্ত্রসহ এক ইউপি সদস্য গ্রেফতার
উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব
উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব
ক্লাব কাপের সেমিফাইনালে চেলসি ও ফ্লুমিনেন্স
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ৭০ হাজার একর এলাকায়
পারভেজ-হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৪৮ রান
১০