খুলনার খানজাহান আলী থানা শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৬:০৮
খুলনার খানজাহান আলী থানা শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

খুলনা, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : প্রায় দেড়যুগ পর খুলনার খানজাহান আলী থানা শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল (শুক্রবার) বিকালে অনুষ্ঠিত হয়।

জেলার ফুলবাড়ীগেট কুয়েট রোডের প্রবেশদ্বারের ইজিবাইক স্ট্যান্ডে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন-মহানগর বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন-মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, খানজাহান আলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন।

সম্মেলন উদ্বোধন করেন খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মো. মজিবর রহমান। এতে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী শহিদুল ইসলাম।

মহানগর শ্রমিক দলের সাবেক সদস্য জিয়াদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তৃতা দেন- স্থানীয় বিএনপি নেতা শেখ আব্দুস সালাম, শেখ আলমগীর হোসেন, ইকবাল হোসেন মিজান, মীর শওকত হোসেন হিটু, মো. রফিকুল ইসলাম রফিক, জাহাঙ্গীর হোসেন খোকা, মো. মামুন শেখ, আনোয়ার হোসেন, রইচ উদ্দিন, ইমদাদুল হক, মহিলা দলের নেত্রী শাম্মী চৌধুরী মলি, শিরিন আক্তার, চমন আরা, সাবিনা ইয়াসমিনসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও খানজাহান আলী থানা শাখার আহ্বায়ক মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহানগর শ্রমিক দলের সাবেক সদস্য জিয়াদুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন
গত ১৫ বছরের সাংবাদিকতা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে : প্রেস সচিব
ময়মনসিংহে সাংবাদিকদের ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত
বড়লেখায় ১০ জনকে পুশইন করেছে বিএসএফ 
যশোরে কৃষকদের মধ্যে তুলা বীজ বিতরণ 
বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ফুটবল প্রতিযোগিতা সমাপ্ত
আওয়ামী শাসনামলে তথাকথিত সুশীল সমাজ স্বৈরাচারের পদলেহন করেছে: অ্যাটর্নি জেনারেল
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান পেলেন ৩৪৭ জটিল রোগী 
রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেই বাংলাদেশকে জনগণের রাষ্ট্রে পরিণত করতে হবে : আনোয়ার সাদাত টুটুল
মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে জরিমানা
১০