যারা জুলাইয়ের কথা সংবিধানে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার: নাহিদ ইসলাম

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৬:১১
শনিবার এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই পদযাত্রা কর্মসূচির পঞ্চম দিনে বগুড়া সাত মাথা রোডের মুক্তমঞ্চে পথসভায় বক্তব্য দেন। ছবি: বাসস

বগুড়া, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। জুলাই কোনো আবেগের বিষয় নয়, জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, আমাদের রাজনৈতিক গন্তব্য। জুলাইয়ের পথে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যারা জুলাইয়ের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার।

আজ শনিবার এনসিপি’র জুলাই পদযাত্রা কর্মসূচির পঞ্চম দিনে বগুড়া সাত মাথা রোডের মুক্তমঞ্চে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক বৈষম্যের প্রতিবাদে আমরা গণঅভ্যুত্থান করেছি। আমরা আর কোনো বৈষম্য চাই না। আমরা চাই, যে এলাকা যতটুকু পিছিয়ে আছে, সে এলাকায় ততটুকু উন্নয়ন করতে হবে। জাতীয় নাগরিক পার্টি বগুড়াবাসীর সকল নাগরিক সুবিধার জন্য লড়াই করবে।

তিনি বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পর নিরপেক্ষ আদালত, পুলিশ ও প্রশাসন নিশ্চিত করতে হবে। যদি কেউ সেই পুরনো কাঠামোতে ফিরে যেতে চায়, তার পরিণতিও সেই মুজিববাদী দোসরদের মতো হবে।

গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশ গড়ার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন,আমরা বলেছি, নতুন বাংলাদেশ লাগবে। আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হতে আসি নাই। আমরা খেলার নিয়ম বদলাই দিতে এসেছি। রাজনীতি বদলাই দিতে হবে। বাংলাদেশের হাল ধরার জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

পথসভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি এসেছে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে। নতুন রাজনৈতিক দল আপনাদের সামনে এসেছে। আপনাদের সামনে বিকল্প এসেছে। যে বিকল্পের খোঁজে আপনারা গত ৫৪ বছর অপেক্ষা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
নির্বাচন কমিশন সার্ভিস গঠনের দাবি উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের
১০