জেডআরএফ’র উদ্যোগে বরিশালে মেডিকেল শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষণ উপকরণ প্রদান

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৭:১২
জেডআরএফ এর উদ্যোগে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫৬তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত। ছবি: বাসস

বরিশাল, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫৬তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে চিকিৎসা শিক্ষণ উপকরণ দেয়া হয়েছে।

জেডআরএফ’র বরিশাল বিভাগীয় কো-অর্ডিনেটর ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সেক্রেটারি ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদের সার্বিক তত্ত্বাবধানে এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সার্বিক সহযোগিতায় মানব কংকাল সংগ্রহ, আবেদনকারীদের যাচাই-বাছাই এবং বিতরণ অনুষ্ঠানটি আজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

৫৬তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে চিকিৎসা আজ শিক্ষণ উপকরণ প্রদান করা হয়েছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ জাহিদ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ, শিক্ষক সমিতির সেক্রেটারি ডা. শিহাবউদ্দিন শিহাব, দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসান শাহিন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু, শিশু বিশেষজ্ঞ ডা. মো. মুজিবুর রহমান, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. মো. শরীফুল ইসলাম রুমেন ও ডা. নুরুল করিম চৌধুরী রুবেল, আর.পি ডা. শরীফ উদ্দিন রায়হান, আর.এস ডা. মো. ইখতিয়ার আহসান এবং ৩৬তম ব্যাচের সহযোগিতায় গঠিত ডক্টরস বোনস ব্যাংকের মাধ্যমে এই মানব কংকাল প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, বরিশাল বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডা. আজিজ রহিম, কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. রেফায়েতুল হায়দার, অর্থোপেডিক সার্জন ডা. মাজহারুল রেজোয়ান রেজা।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হার্টের রিংয়ের নতুন দাম কার্যকর ১ অক্টোবর থেকে
বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে : মির্জা ফখরুল
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার- প্রধান উপদেষ্টা
আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার সাজিদ
গোপন বৈঠক : মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব, নেই সুরক্ষা সরঞ্জাম
রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান 
জাতিসংঘ পদক পেয়েছে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সমুদ্রসম্পদ বড় অবদান রাখতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০