জেডআরএফ’র উদ্যোগে বরিশালে মেডিকেল শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষণ উপকরণ প্রদান

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৭:১২
জেডআরএফ এর উদ্যোগে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫৬তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত। ছবি: বাসস

বরিশাল, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫৬তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে চিকিৎসা শিক্ষণ উপকরণ দেয়া হয়েছে।

জেডআরএফ’র বরিশাল বিভাগীয় কো-অর্ডিনেটর ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সেক্রেটারি ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদের সার্বিক তত্ত্বাবধানে এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সার্বিক সহযোগিতায় মানব কংকাল সংগ্রহ, আবেদনকারীদের যাচাই-বাছাই এবং বিতরণ অনুষ্ঠানটি আজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

৫৬তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে চিকিৎসা আজ শিক্ষণ উপকরণ প্রদান করা হয়েছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ জাহিদ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ, শিক্ষক সমিতির সেক্রেটারি ডা. শিহাবউদ্দিন শিহাব, দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসান শাহিন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু, শিশু বিশেষজ্ঞ ডা. মো. মুজিবুর রহমান, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. মো. শরীফুল ইসলাম রুমেন ও ডা. নুরুল করিম চৌধুরী রুবেল, আর.পি ডা. শরীফ উদ্দিন রায়হান, আর.এস ডা. মো. ইখতিয়ার আহসান এবং ৩৬তম ব্যাচের সহযোগিতায় গঠিত ডক্টরস বোনস ব্যাংকের মাধ্যমে এই মানব কংকাল প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, বরিশাল বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডা. আজিজ রহিম, কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. রেফায়েতুল হায়দার, অর্থোপেডিক সার্জন ডা. মাজহারুল রেজোয়ান রেজা।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প
আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
তুরস্কে আরও তিন বিরোধীদলীয় মেয়র গ্রেপ্তার
জুলাই গণ-অভ্যুত্থানের পর সাধারণ মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে : খেলাফত মজলিস
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত
দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর
১০