যশোরে ২৩ টি স্বর্ণের বার জব্দ, আটক ২ 

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৭:১৬

যশোর, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ ভারতে পাচারের জন্য সীমান্ত এলাকায় নিয়ে যাওয়ার সময় ২৩টি স্বর্ণের বারসহ দুইব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার মুরাদগড় বাজার এলাকা থেকে এ দুইজনকে আটক করা হয়। 

আটককৃত ব্যক্তিরা হলেন- যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর গ্রামের আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান (২৫)। 

বিজিবি’র যশোরস্থ ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল সদর উপজেলার মুরাদনগর বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার ওপর থেকে ২৩টি স্বর্ণের বারসহ ওই দুইজনকে আটক করে। আটক দু’জনের কোমরে বিশেষ কায়দায় স্বর্ণের বারগুলো লুকিয়ে রাখা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, যে ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে তারা স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছেন এবং ভারতে পাচারের জন্য তারা যশোর হয়ে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের দিকে যাচ্ছিলেন। 

তিনি জানান, উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলোর ওজন ৩ দশমিক ০৯৫ কেজি, যার মূল্য প্রায় চারকোটি ৫৬ লাখ ৭৩ হাজার টাকা। এ ঘটনায় মামলা দায়ের এবং আটক দুইব্যক্তিকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প
আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
তুরস্কে আরও তিন বিরোধীদলীয় মেয়র গ্রেপ্তার
জুলাই গণ-অভ্যুত্থানের পর সাধারণ মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে : খেলাফত মজলিস
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত
দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর
১০