যশোরে ২৩ টি স্বর্ণের বার জব্দ, আটক ২ 

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৭:১৬

যশোর, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ ভারতে পাচারের জন্য সীমান্ত এলাকায় নিয়ে যাওয়ার সময় ২৩টি স্বর্ণের বারসহ দুইব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার মুরাদগড় বাজার এলাকা থেকে এ দুইজনকে আটক করা হয়। 

আটককৃত ব্যক্তিরা হলেন- যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর গ্রামের আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান (২৫)। 

বিজিবি’র যশোরস্থ ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল সদর উপজেলার মুরাদনগর বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার ওপর থেকে ২৩টি স্বর্ণের বারসহ ওই দুইজনকে আটক করে। আটক দু’জনের কোমরে বিশেষ কায়দায় স্বর্ণের বারগুলো লুকিয়ে রাখা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, যে ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে তারা স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছেন এবং ভারতে পাচারের জন্য তারা যশোর হয়ে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের দিকে যাচ্ছিলেন। 

তিনি জানান, উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলোর ওজন ৩ দশমিক ০৯৫ কেজি, যার মূল্য প্রায় চারকোটি ৫৬ লাখ ৭৩ হাজার টাকা। এ ঘটনায় মামলা দায়ের এবং আটক দুইব্যক্তিকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হার্টের রিংয়ের নতুন দাম কার্যকর ১ অক্টোবর থেকে
বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে : মির্জা ফখরুল
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার- প্রধান উপদেষ্টা
আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার সাজিদ
গোপন বৈঠক : মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব, নেই সুরক্ষা সরঞ্জাম
রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান 
জাতিসংঘ পদক পেয়েছে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সমুদ্রসম্পদ বড় অবদান রাখতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০