যশোরে ২৩ টি স্বর্ণের বার জব্দ, আটক ২ 

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৭:১৬

যশোর, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ ভারতে পাচারের জন্য সীমান্ত এলাকায় নিয়ে যাওয়ার সময় ২৩টি স্বর্ণের বারসহ দুইব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার মুরাদগড় বাজার এলাকা থেকে এ দুইজনকে আটক করা হয়। 

আটককৃত ব্যক্তিরা হলেন- যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর গ্রামের আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান (২৫)। 

বিজিবি’র যশোরস্থ ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল সদর উপজেলার মুরাদনগর বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার ওপর থেকে ২৩টি স্বর্ণের বারসহ ওই দুইজনকে আটক করে। আটক দু’জনের কোমরে বিশেষ কায়দায় স্বর্ণের বারগুলো লুকিয়ে রাখা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, যে ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে তারা স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছেন এবং ভারতে পাচারের জন্য তারা যশোর হয়ে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের দিকে যাচ্ছিলেন। 

তিনি জানান, উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলোর ওজন ৩ দশমিক ০৯৫ কেজি, যার মূল্য প্রায় চারকোটি ৫৬ লাখ ৭৩ হাজার টাকা। এ ঘটনায় মামলা দায়ের এবং আটক দুইব্যক্তিকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না : সারোয়ার তুষার
কুমিল্লায় সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ
অপকর্মকারীদের বাবা-মায়ের নামসহ তালিকা ঝুলিয়ে দেয়া হবে : সারজিস
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস-সি এন জি সংঘর্ষে নিহত ২
১০