কক্সবাজার সাগরে  গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৩:১৪
ছবি: সংগৃহীত

কক্সবাজার, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার হিমছড়ি এলাকায় সাগরে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে আরও দুই শিক্ষার্থী।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে হিমছড়ি সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থী হলেন, ঢাকা মিরপুরের এ/৭ পল্লবী দক্ষিণের বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে সাদমান রহমান সাবাব (২১)।

নিখোঁজ অপর দু’জন হলেন, বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান ও বগুড়া সদরের নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ।

সি সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, ‘৫ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসে। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগের শিক্ষার্থী। তারা সকালে হিমছড়ি সৈকতে যায়। তাদের মধ্যে দুজন বাঁধের উপরে বসে ছিল আর বাকি ৩ জন বাঁধের নিচে সাগরে গোসলে নামে। এ সময় ঢেউয়ের তোড়ে  তারা  তিনজন সাগরে ভেসে যায়। যার মধ্য সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দু’জন নিখোঁজ রয়েছেন।

তিনি আরো বলেন, ‘বৃষ্টি আর আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মী উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।’

সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাদমান ও তার সহপাঠীদের প্রথম বর্ষের পরীক্ষা সোমবার শেষ হয়েছে। পরীক্ষা শেষে গতকাল বিকেলে সাদমানসহ পাঁচজন কক্সবাজারে বেড়াতে আসেন। এর মধ্যে তিনজন আজ সকালে হিমছড়ি সৈকত এলাকায় সাগরে গোসল করতে নেমে পানিতে ভেসে যান। কিছুক্ষণ পর সাদমানের লাশ সৈকতে ভেসে এলেও অপর দুজন নিখোঁজ রয়েছেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনে কর্তব্যরত কর্মকর্তা আসিফ খান বলেন, একজনের লাশ ভেসে আসার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘সাবাব নামে এক শিক্ষার্থী মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুই শিক্ষার্থীকে উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুল্ডারের বিশ্ব রেকর্ডের টেস্ট জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকার
বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলে সুযোগ হয়নি বাবর-রিজওয়ানদের
পুনর্বাসনসহ বিভিন্ন দাবিতে রংপুরে ভূমিহীনদের বিক্ষোভ সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবম ‘ইসল ডে’ উদ্‌যাপন
টানা ভারী বর্ষণে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত, জনদুর্ভোগ, পানিবন্দি হাজারো মানুষ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গেস্ট হাউজের উদ্বোধন
ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করছে নির্বাচন কমিশন: সিইসি
চট্টগ্রামে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠায় কমিশনের সুপারিশকে স্বাগত জানিয়েছেন ৩১৫ আইনজীবী
প্রথমবারের মতো বেপজার ‘বার্ষিক আর্থিক সম্মেলন’ অনুষ্ঠিত
১০