সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় বাবা-ছেলে নিহত

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৪:৩০

সিরাজগঞ্জ, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার সলঙ্গায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এঘটনায় আহত হয় আরেক ছেলে রাসেল খন্দকার । 

আজ মঙ্গলবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়ার নুর জাহান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, সলঙ্গা থানার পুরনাবেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)। 

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ এতথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল মান্নান তার দুই ছেলেকে নিয়ে নিজস্ব অটোরিকশাযোগে চিকিৎসার জন্য সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। অটোরিকশাটি সলঙ্গা চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে পৌঁছালে এ সময় দ্রুত গতির একটি ট্রাক অটোরিকশাটি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুল মান্নান খান্দকার ও তার ছেলে জুয়েল খন্দকার নিহত হন। আহত হয় বড় ছেলে রাসেল খন্দকার। 

স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ও নিহতদের উদ্ধার করে হাইওয়ে থানার নিয়ে আসেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
চাঁদপুরে ২২ দিনে ১২৫ জেলের কারাদণ্ড
গাজার স্থায়ী বিভাজন দেখছেন না মার্কো রুবিও
বিএনপির ৩১ দফা প্রচারে নওগাঁয় উঠান বৈঠক
এশিয়া সফরের পথে কাতার নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক
পাবনায় ট্রাকচাপায় দুই স্কুলশিক্ষার্থীসহ নিহত ৩
রাজশাহীর শিমুল মেমোরিয়ালে বিজ্ঞান মেলার সমাপনী
কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
সরকারি খরচায় লিগ্যাল এইডে ২৯,৬৭৩ শ্রমিককে আইনি সহায়তা
ইউক্রেন চুক্তি না হলে পুতিনের সঙ্গে ‘সময় নষ্ট’ করব না :  ট্রাম্প
১০