রাউজানের প্রকৌশলী নুরুল আলম হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৪:৪৩
চট্টগ্রাম জেলার রাউজান থানার প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলার প্রধান আসামি মো. নাজিম উদ্দিনসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। ছবি: বাসস

চট্টগ্রাম (উত্তর), ৮ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার রাউজান থানার আলোচিত ও চাঞ্চল্যকর প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলার প্রধান আসামি মো. নাজিম উদ্দিনসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট, বড়দিঘীরপাড় ও লালিয়ারহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এয়াছিন নগর, তিতাগাজীর বাড়ির মৃত নুরুল ইসলামের দুই ছেলে নাজিম উদ্দিন (৩৩) ও দিদারুল আলম (৩১) এবং স্ত্রী শহিদা বেগম (৬৪)।

আসামিরা  সম্পর্কে নিহত নুরুল আলম বকুলের আপন ভাই এবং মা।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের রাউজান থানায় হস্তান্তর করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, নিহত নুরুল আলম বকুল পেশায় একজন প্রকৌশলী। স্ত্রী, সন্তান নিয়ে তিনি চট্টগ্রাম শহরে বসবাস করতেন। দীর্ঘদিন যাবৎ নিজ নামে ক্রয়কৃত জায়গা নিয়ে তার অন্যান্য ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে ভিকটিম তার আপন ভাইদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাকে কেন্দ্র করে ভিকটিমের আপন ভাই মো. নাজিম উদ্দিন এবং পরিবারের অন্যান্য সদস্যরা ভিকটিমকে হত্যার হুমকি দিয়ে আসছিলো।

গত ১ এপ্রিল, ঈদুল ফিতর উপলক্ষে তিনি বাড়িতে গেলে বড় ভাই মো. নাজিম উদ্দিন এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মোহাম্মদ রাজু আহাম্মদ বাদী হয়ে রাউজান থানায় ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার তিনমাস পর উক্ত মামলার এজাহারভুক্ত তিন আসামি কে গ্রেফতার করা হলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, সোমবার হাটহাজারী থেকে আসামীদের গ্রেফতার করা হয়। আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু 
জুলাইয়ে প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক 
গাজা শহর দখলের পরিকল্পনা ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর অনুমোদন 
তিন বছরের মধ্যে সর্বনিম্ন সুদহার নির্ধারণ করল নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক
মাগুরায় ১৫দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু
পুরোনো ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
রাজশাহীতে অটো চাপায় এক নারীর মৃত্যু 
নেতানিয়াহুর তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া
নারীর মৃত্যু নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
১০