রাউজানের প্রকৌশলী নুরুল আলম হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৪:৪৩
চট্টগ্রাম জেলার রাউজান থানার প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলার প্রধান আসামি মো. নাজিম উদ্দিনসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। ছবি: বাসস

চট্টগ্রাম (উত্তর), ৮ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার রাউজান থানার আলোচিত ও চাঞ্চল্যকর প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলার প্রধান আসামি মো. নাজিম উদ্দিনসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট, বড়দিঘীরপাড় ও লালিয়ারহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এয়াছিন নগর, তিতাগাজীর বাড়ির মৃত নুরুল ইসলামের দুই ছেলে নাজিম উদ্দিন (৩৩) ও দিদারুল আলম (৩১) এবং স্ত্রী শহিদা বেগম (৬৪)।

আসামিরা  সম্পর্কে নিহত নুরুল আলম বকুলের আপন ভাই এবং মা।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের রাউজান থানায় হস্তান্তর করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, নিহত নুরুল আলম বকুল পেশায় একজন প্রকৌশলী। স্ত্রী, সন্তান নিয়ে তিনি চট্টগ্রাম শহরে বসবাস করতেন। দীর্ঘদিন যাবৎ নিজ নামে ক্রয়কৃত জায়গা নিয়ে তার অন্যান্য ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে ভিকটিম তার আপন ভাইদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাকে কেন্দ্র করে ভিকটিমের আপন ভাই মো. নাজিম উদ্দিন এবং পরিবারের অন্যান্য সদস্যরা ভিকটিমকে হত্যার হুমকি দিয়ে আসছিলো।

গত ১ এপ্রিল, ঈদুল ফিতর উপলক্ষে তিনি বাড়িতে গেলে বড় ভাই মো. নাজিম উদ্দিন এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মোহাম্মদ রাজু আহাম্মদ বাদী হয়ে রাউজান থানায় ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার তিনমাস পর উক্ত মামলার এজাহারভুক্ত তিন আসামি কে গ্রেফতার করা হলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, সোমবার হাটহাজারী থেকে আসামীদের গ্রেফতার করা হয়। আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবম ‘ইসল ডে’ উদ্‌যাপন
টানা ভারী বর্ষণে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত, জনদুর্ভোগ, পানিবন্দি হাজারো মানুষ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গেস্ট হাউজের উদ্বোধন
ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করছে নির্বাচন কমিশন: সিইসি
চট্টগ্রামে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠায় কমিশনের সুপারিশকে স্বাগত জানিয়েছেন ৩১৫ আইনজীবী
প্রথমবারের মতো বেপজার ‘বার্ষিক আর্থিক সম্মেলন’ অনুষ্ঠিত
সাবেক মন্ত্রী গাজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, ব্যাংক হিসাব অবরুদ্ধ
রাজশাহীতে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
ল’ রিপোর্টিংয়ের মাধ্যমে দেশবাসী আইন অঙ্গন সম্পর্কে জানতে পারে: অ্যাটর্নি জেনারেল
১০