আবরার ফাহাদের দেখানো বাংলাদেশপন্থী পথ ধরে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে: নাহিদ

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৫:৫১
জুলাই পদযাত্রার অষ্টম দিনে কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি: বাসস

কুষ্টিয়া, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আবরার ফাহাদ আমাদের দেখিয়েছেন বাংলাদেশপন্থী, ভারতীয় আগ্রাসন বিরোধী ও দিল্লির আধিপত্যবাদ বিরোধী পথ। সে পথ ধরেই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল আর সে পথ ধরেই এনসিপি রাজনীতি করছে।

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে গণঅভ্যুত্থান থেকে গড়ে উঠা এই নতুন রাজনৈতিক দল।

পদযাত্রাটি গত ১ জুলাই থেকে শুরু হয়ে ৩০ জুলাই পর্যন্ত চলবে।

পদযাত্রার অষ্টম দিনে কুষ্টিয়া এসে পৌঁছেছে এনসিপি’র গাড়ি বহর। এসময় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কুষ্টিয়ায় পদযাত্রা শুরু করে এনসিপি। 

কবর জিয়ারত শেষে সাংবাদিকদের নাহিদ একথা বলেন।

নাহিদ বলেন, আবরার ফাহাদের অপরাধ ছিল, তিনি দেশের মানুষের জন্য কথা বলেছিলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন। তাই ভারতীয় তাবেদার সন্ত্রাসী ছাত্রলীগ বাহিনী তাকে সারারাত নির্মম নির্যাতন করে শহীদ করে।

তিনি আরো বলেন, ২০১৯ সালে আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশে আমরা দিল্লির আধিপাত্যবাদ বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলাম। সে আন্দোলন ছিল আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম মাইলফলক।

এনসিপি বাংলাদেশপন্থী রাজনীতি গড়তে চায় উল্লেখ করে নাহিদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে গত ১৬ বছরে যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, আমরা তাদের ধারণ করি। ফ্যাসিবাদ বিরোধী শহীদরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিল, যে স্বাধীন, সার্বভৌম ও মর্যাদাসম্পন্ন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশপন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল, আমরা সেই বাংলাদেশপন্থী রাজনীতিই করতে চাই।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছিল সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০