আবরার ফাহাদের দেখানো বাংলাদেশপন্থী পথ ধরে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে: নাহিদ

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৫:৫১
জুলাই পদযাত্রার অষ্টম দিনে কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি: বাসস

কুষ্টিয়া, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আবরার ফাহাদ আমাদের দেখিয়েছেন বাংলাদেশপন্থী, ভারতীয় আগ্রাসন বিরোধী ও দিল্লির আধিপত্যবাদ বিরোধী পথ। সে পথ ধরেই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল আর সে পথ ধরেই এনসিপি রাজনীতি করছে।

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে গণঅভ্যুত্থান থেকে গড়ে উঠা এই নতুন রাজনৈতিক দল।

পদযাত্রাটি গত ১ জুলাই থেকে শুরু হয়ে ৩০ জুলাই পর্যন্ত চলবে।

পদযাত্রার অষ্টম দিনে কুষ্টিয়া এসে পৌঁছেছে এনসিপি’র গাড়ি বহর। এসময় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কুষ্টিয়ায় পদযাত্রা শুরু করে এনসিপি। 

কবর জিয়ারত শেষে সাংবাদিকদের নাহিদ একথা বলেন।

নাহিদ বলেন, আবরার ফাহাদের অপরাধ ছিল, তিনি দেশের মানুষের জন্য কথা বলেছিলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন। তাই ভারতীয় তাবেদার সন্ত্রাসী ছাত্রলীগ বাহিনী তাকে সারারাত নির্মম নির্যাতন করে শহীদ করে।

তিনি আরো বলেন, ২০১৯ সালে আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশে আমরা দিল্লির আধিপাত্যবাদ বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলাম। সে আন্দোলন ছিল আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম মাইলফলক।

এনসিপি বাংলাদেশপন্থী রাজনীতি গড়তে চায় উল্লেখ করে নাহিদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে গত ১৬ বছরে যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, আমরা তাদের ধারণ করি। ফ্যাসিবাদ বিরোধী শহীদরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিল, যে স্বাধীন, সার্বভৌম ও মর্যাদাসম্পন্ন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশপন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল, আমরা সেই বাংলাদেশপন্থী রাজনীতিই করতে চাই।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছিল সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুনর্বাসনসহ বিভিন্ন দাবিতে রংপুরে ভূমিহীনদের বিক্ষোভ সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবম ‘ইসল ডে’ উদ্‌যাপন
টানা ভারী বর্ষণে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত, জনদুর্ভোগ, পানিবন্দি হাজারো মানুষ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গেস্ট হাউজের উদ্বোধন
ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করছে নির্বাচন কমিশন: সিইসি
চট্টগ্রামে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠায় কমিশনের সুপারিশকে স্বাগত জানিয়েছেন ৩১৫ আইনজীবী
প্রথমবারের মতো বেপজার ‘বার্ষিক আর্থিক সম্মেলন’ অনুষ্ঠিত
সাবেক মন্ত্রী গাজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, ব্যাংক হিসাব অবরুদ্ধ
রাজশাহীতে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
১০