লতিফ বাওয়ানী জুট মিলসের অধীনে ৩.৪৫ একর জমি বিক্রি করবে সরকার

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৭:৪৩

ঢাকা, ৮ জুলাই, ২০২৫ (বাসস): নরসিংদী জেলার সদর থানার হাজীপুর মৌজায় লতিফ বাওয়ানী জুট মিলস লিমিটেডের প্রায় ৩.৪৫ একর জমি বিক্রির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে সরকার।

আজ বাংলাদেশ সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের ২০তম সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এ প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে।

লতিফ বাওয়ানী জুট মিলস লিমিটেড হলো বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি)- এর আওয়াতাধীন।

এছাড়াও, আজকের অর্থনৈতিক বিষয়ক কমিটির সভায় ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা -২০২৫’ সম্পর্কিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এই প্রসঙ্গে, সভায় ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা -২০২৫’ এর আওতায় পাঁচটি ড্রোন শো আয়োজনের জন্য স্থানীয় এবং চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে ড্রোন ভাড়া ও প্রদর্শনী সম্পর্কিত সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য পণ্য ও পরিষেবা বিভাগে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) এর অধীনে একটি প্রস্তাব অনুমোদন করা হয়।

এছাড়াও, সভায় ৬৩টি জেলা এবং ঢাকায় জুলাই বিপ্লবের স্পিরিট ও ঘটনা নিয়ে নির্মিত ডকুমেন্টরি এলইডির মাধ্যমে প্রদর্শন, ৬৩টি জেলায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও র‌্যালি, জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান, পোস্টার, অনুষ্ঠানের বিভিন্ন নকশা ও আমন্ত্রণপত্র মুদ্রণ সংক্রান্ত কার্যক্রম জরুরি ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্যাটাগরিতে ডিপিএম পদ্ধতির অধীনে একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাসপাতালে মির্জা ফখরুল
টেকনাফে নাফ নদীতে এক লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধে আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’
সারাদেশে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
১০