রংপুর, ৮ জুলাই, ২০২৫ (বাসস): ভূমিহীন-গৃহহীনদের পুনর্বাসন, হতদরিদ্র ভূমিহীনদের টিসিবি কার্ড প্রদানসহ ৮ দফা দাবিতে রংপুরে ভূমিহীনরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
এসময় তারা প্রায় ৪০ মিনিট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। বিভিন্ন দাবিতে তারা স্লোগান দিতে থাকে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে রংপুরে ভূমিহীন ও গৃহহীন সংগঠন, রংপুরের উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ শেষ করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
প্রেসক্লাব চত্বর থেকে মিছিল শুরু হয়ে নগর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ভূমিহীন সংগঠনের প্রধান সংগঠক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠক আহসানুল আরেফিন তিতু, হাবলু মিয়া, ফরিদা বেগম প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন অঞ্চলের ভূমিহীন-গৃহহীনদের পুনর্বাসনের দাবিতে একাধিকবার জেলা প্রশাসক বরাবর আবেদন করা হলেও কোনো প্রকার ব্যবস্থা হয় নাই। সর্বশেষ গত বছরের ৩০ ডিসেম্বর উল্লিখিত দাবিতে স্মারকলিপি দেয়া হলেও কোনো প্রতিফলন পাওয়া যায় নাই।
তারা বলেন, ইতোমধ্যে কিছু কিছু পরিবার, যারা অন্যের জমিতে আশ্রিতভাবে বসবাস করছে, জমির মালিকরা তাদের উচ্ছেদ করতে ৭ দিন, কোথাও ১৫ দিনের সময় বেধে দিয়েছে। বিভিন্ন এলাকার আবাসনে কিছু কিছু ভূমিহীন নয় এমন লোক আবাসনের তালিকায় দুর্নীতির মাধ্যমে নাম ঢুকিয়ে ঘর দখল করেছে।
তারা বলেন, অথচ তাদের জায়গা-জমি, ঘরবাড়ি সবই আছে। এ ধরনের লোকের বরাদ্দ বাতিল করতে হবে। বিভিন্ন এলাকায় ভূমিহীনদের বা ভূমিহীন বস্তিবাসীদের উচ্ছেদের পাঁয়তারা চলছে। পুনর্বাসন না হওয়া পর্যন্ত বস্তি বা ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করা যাবে না।
তারা আরও বলেন, রংপুরের বিভিন্ন জায়গায় যারা সচ্ছল তাদেরকে আশ্রয়ণ ঘরে জায়গা দেওয়া হচ্ছে। অথচ যাদের জমি নেই, ঘর বাড়ি নেই, তারা পথে পথে ঘুরে বেড়াচ্ছে। এমন বৈষম্য আমরা চাই না। আমরা বাঁচতে চাই, আমরা আবাসন চাই, আমরা আমাদের দাবি ও অধিকার ফিরে পেতে চাই।