সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৯:৫৬
পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন এবং আলোচনা সভা অনুষ্ঠিত । ছবি:বাসস

সুনামগঞ্জ, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার জগন্নাথপুর পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌর বিএনপি নেতা মো. সামছুল ইসলাম শাহীন গতকাল এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মতিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

কয়ছর আহমেদ বলেন, যারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন বিরোধিতা ও বানচাল করার অপচেষ্টা করছে তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। গত ১৭ বছর ধরে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যারা গুম খুন হয়েছেন, যারা শহীদ ও পঙ্গু হয়েছেন, তাদের সঙ্গে বেঈমানি করা হবে।

অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দীন মিটু, যুগ্ম আহ্বায়ক দিলু মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তকবুর হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক লিটন মিয়া ও সদস্য সচিব শামীম আহমদ।

এছাড়া বক্তব্য দেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমীন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমদ, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমদ ও সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাইয়ে প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক 
গাজা শহর দখলের পরিকল্পনা ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর অনুমোদন 
তিন বছরের মধ্যে সর্বনিম্ন সুদহার নির্ধারণ করল নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক
মাগুরায় ১৫দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু
পুরোনো ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
রাজশাহীতে অটো চাপায় এক নারীর মৃত্যু 
নেতানিয়াহুর তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া
নারীর মৃত্যু নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অর্থনীতি নিয়ে ইইউ ও বিটিআরসি’র আলোচনা
১০