রংপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৫০ জন আহত 

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৩:০০ আপডেট: : ১০ জুলাই ২০২৫, ১৩:০৯
প্রতীকী ছবি

রংপুর, ১০ জুলাই, ২০২৫ (বাসস): জেলায় পীরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। 

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে উপজেলার দেউতি বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নামপরিচয় এখনও জানা যায়নি।

পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ও নিহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিল। বাসে অতিরিক্ত যাত্রী থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বীর ৬০  থেকে ৭০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় বাসে করে বিয়ের দাওয়াতে গিয়েছিলেন। দাওয়াত খেয়ে ফেরার পথে পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা বাজারে জব্বারের দোকান সংলগ্ন এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা উল্টে যাওয়া বাসটিকে সোজা করতে সক্ষম হন। ততক্ষণে তিনজন মারা যায়।

পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে । তবে বাসটি এখনো পুকুরে পড়ে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে নেপালে বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত
বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সরকার সার ও ফসফরিক অ্যাসিড আমদানি করবে 
নুরের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আলতাফ হোসেন চৌধুরী
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠল ১৭তম এশিয়া কাপের
ইংল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়ে চোখ দক্ষিণ আফ্রিকার
এশিয়া কাপে নিজেদের শতভাগ দিতে প্রস্তুত দল : লিটন
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
বিজিবির অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ
১০