চট্টগ্রাম (উত্তর), ১০ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের রাউজানের পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরী একনলা পাইপগান উদ্ধার করেছে র্যাব।
আজ বেলা ১১টায় র্যাব-৭ চট্টগ্রাম এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাত ১০টা পঁচিশ মিনিটে রাউজানের নোয়াপাড়ার পালোয়ান পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় রাস্তার পাশের ঝোপ থেকে একটি প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত অবস্থায় ১টি একনলা পাইপগান উদ্ধার করা হয়।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।