চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৭ মাদক কারবারি গ্রেফতার

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৩:৫৯

চাঁদপুর,১০ জুলাই, ২০২৫( বাসস): জেলা সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় পৃথক যৌথ অভিযান চালিয়ে ৭ মাদক কারবারিকে গ্রেফতার।

আজ সকালে সদর আর্মি ক্যাম্প থেকে এই তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লে. মানজুরুল হাসান খান।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকা থেকে গ্রেফতার  করা হয় মাদক কারবারি পলি বেগম (২৮) কে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

একই উপজেলায় রাত সোয়া ১২টার দিকে টোরাগড় এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় উপজেলা ২০পিস ইয়াবা ট্যাবলটসহ গ্রেফতার হয় মাদক কারবারি শামীম হোসেন (২২)।

এছাড়াও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পুরাতন ভবনে রাতে অভিযান পরিচালনা করে মাদক সেবনকারী হিরণ (৩৫), রাশেদ (২৫) ও শফিউল আলম (৩৫) কে গ্রেফতার করা হয়।

অপরদিকে বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে শাহরাস্তি উপজেলার কাজির কামতা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয় মাদক কারবারি মো. মানিক (৩০)। তার কাছ থেকে উদ্ধার হয় ২০ পিস ইয়বা ট্যাবলেট।

এছাড়াও একই রাতে সদর উপজেলার গাবতলী এলাকা থেকে গ্রেফতার করা হয় মাদক কারবারি সুজন (৩১) কে। তার কাছ থেকে উদ্ধার হয় ৬০পিস ইয়াবা ট্যাবলেট।
তিনি বলেন, উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে নেপালে বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত
বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সরকার সার ও ফসফরিক অ্যাসিড আমদানি করবে 
নুরের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আলতাফ হোসেন চৌধুরী
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠল ১৭তম এশিয়া কাপের
ইংল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়ে চোখ দক্ষিণ আফ্রিকার
এশিয়া কাপে নিজেদের শতভাগ দিতে প্রস্তুত দল : লিটন
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
বিজিবির অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ
১০