চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৭ মাদক কারবারি গ্রেফতার

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৩:৫৯

চাঁদপুর,১০ জুলাই, ২০২৫( বাসস): জেলা সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় পৃথক যৌথ অভিযান চালিয়ে ৭ মাদক কারবারিকে গ্রেফতার।

আজ সকালে সদর আর্মি ক্যাম্প থেকে এই তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লে. মানজুরুল হাসান খান।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকা থেকে গ্রেফতার  করা হয় মাদক কারবারি পলি বেগম (২৮) কে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

একই উপজেলায় রাত সোয়া ১২টার দিকে টোরাগড় এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় উপজেলা ২০পিস ইয়াবা ট্যাবলটসহ গ্রেফতার হয় মাদক কারবারি শামীম হোসেন (২২)।

এছাড়াও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পুরাতন ভবনে রাতে অভিযান পরিচালনা করে মাদক সেবনকারী হিরণ (৩৫), রাশেদ (২৫) ও শফিউল আলম (৩৫) কে গ্রেফতার করা হয়।

অপরদিকে বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে শাহরাস্তি উপজেলার কাজির কামতা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয় মাদক কারবারি মো. মানিক (৩০)। তার কাছ থেকে উদ্ধার হয় ২০ পিস ইয়বা ট্যাবলেট।

এছাড়াও একই রাতে সদর উপজেলার গাবতলী এলাকা থেকে গ্রেফতার করা হয় মাদক কারবারি সুজন (৩১) কে। তার কাছ থেকে উদ্ধার হয় ৬০পিস ইয়াবা ট্যাবলেট।
তিনি বলেন, উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০