শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৪:৩৪

শেরপুর, ১০ জুলাই, ২০২৫ (বাসস): জেলার শ্রীবরদীর কর্ণজোড়া সীমান্তে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার ভোর ৬ টায় শ্রীবরদীর কর্ণজোড়া সীমান্তে এই অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।

বিজিবি জানায়, আজ ভোরে শ্রীবরদির কর্ণজোড়া সীমান্তে চোরাকারবারিরা অবৈধ পথে আসা ভারতীয় প্রসাধনী পাচারের চেষ্টা করছে। বিজিবির টহল দল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা মালামাল রেখে পালিয়ে যায়। এসময় সেই স্থান থেকে ৬ হাজার ৪৩২পিস ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ জব্দ করে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। তবে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, শেরপুরের সীমানা রক্ষা এবং যে কোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি। ভবিষ্যতে এরকম অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে নেপালে বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত
বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সরকার সার ও ফসফরিক অ্যাসিড আমদানি করবে 
নুরের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আলতাফ হোসেন চৌধুরী
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠল ১৭তম এশিয়া কাপের
ইংল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়ে চোখ দক্ষিণ আফ্রিকার
এশিয়া কাপে নিজেদের শতভাগ দিতে প্রস্তুত দল : লিটন
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
বিজিবির অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ
১০