শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৪:৩৪

শেরপুর, ১০ জুলাই, ২০২৫ (বাসস): জেলার শ্রীবরদীর কর্ণজোড়া সীমান্তে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার ভোর ৬ টায় শ্রীবরদীর কর্ণজোড়া সীমান্তে এই অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।

বিজিবি জানায়, আজ ভোরে শ্রীবরদির কর্ণজোড়া সীমান্তে চোরাকারবারিরা অবৈধ পথে আসা ভারতীয় প্রসাধনী পাচারের চেষ্টা করছে। বিজিবির টহল দল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা মালামাল রেখে পালিয়ে যায়। এসময় সেই স্থান থেকে ৬ হাজার ৪৩২পিস ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ জব্দ করে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। তবে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, শেরপুরের সীমানা রক্ষা এবং যে কোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি। ভবিষ্যতে এরকম অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০