খুলনার কয়রায় 'সুন্দরবন পর্যটন কেন্দ্রে'র উদ্বোধন

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৭:২৯
কয়রায় 'সুন্দরবন পর্যটন কেন্দ্র উদ্বোধন। ছবি : বাসস

খুলনা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, সুন্দরবনকে ঘিরে কয়রার পর্যটন কেন্দ্র এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। এটিকে পরিচিত করতে হলে সকল মানুষকে এগিয়ে আসতে হবে।  দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ঘুরতে আসবে মানুষ। তারা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনকে খুব কাছ থেকে দেখে আনন্দ উপভোগ করবে পর্যটকরা।

খুলনার জেলা প্রশাসক গতকাল কয়রার সুন্দরবন পর্যটন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস। 

জেলা প্রশাসক আরও বলেন, পর্যটন কেন্দ্রটি কয়রার অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। সুন্দর বনের জীববৈচিত্র রক্ষায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারে মানুষকে সচেতন থাকার আহ্বান জানান। 

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, কয়রার যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মো. ওয়াহিদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক, উপজেলা প্রকৌশলী মো. শাফিন সোয়েব, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, খুলনা জেলা বিএনপি’র সদস্য এম এ হাসান প্রমুখ। 

এর আগে জেলা প্রশাসক গোবরার চরে ট্যুরিস্ট স্পটের উদ্বোধনের পাশাপাশি কয়রা উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী 
জাকসু নির্বাচনে ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট
ইইউ’র অভিবাসন পরিচালক ঢাকায়; ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা আসবেন ১৫ সেপ্টেম্বর
ভাঙ্গা উপজেলার দু’টি ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফিরে পেতে হাইকোর্টে রিট
ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠে গেলো বাংলাদেশ : ফারুকী
হিথ্রো টার্মিনালের চেক-ইন এলাকাতে ছোটোখাটো ঘটনায় জরুরি পরিষেবা বন্ধ
উগান্ডার যুদ্ধবাজ কোনির বিরুদ্ধে আইসিসিতে শুনানি শুরু
লেবাননে গাড়ি লক্ষ্য করে ইসরাইলের হামলা
ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ফিলিস্তিনের প্রধান বিচারপতির সম্মানে নৈশভোজ; দ্বিপাক্ষিক আলোচনা
১০