খুলনার কয়রায় 'সুন্দরবন পর্যটন কেন্দ্রে'র উদ্বোধন

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৭:২৯
কয়রায় 'সুন্দরবন পর্যটন কেন্দ্র উদ্বোধন। ছবি : বাসস

খুলনা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, সুন্দরবনকে ঘিরে কয়রার পর্যটন কেন্দ্র এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। এটিকে পরিচিত করতে হলে সকল মানুষকে এগিয়ে আসতে হবে।  দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ঘুরতে আসবে মানুষ। তারা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনকে খুব কাছ থেকে দেখে আনন্দ উপভোগ করবে পর্যটকরা।

খুলনার জেলা প্রশাসক গতকাল কয়রার সুন্দরবন পর্যটন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস। 

জেলা প্রশাসক আরও বলেন, পর্যটন কেন্দ্রটি কয়রার অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। সুন্দর বনের জীববৈচিত্র রক্ষায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারে মানুষকে সচেতন থাকার আহ্বান জানান। 

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, কয়রার যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মো. ওয়াহিদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক, উপজেলা প্রকৌশলী মো. শাফিন সোয়েব, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, খুলনা জেলা বিএনপি’র সদস্য এম এ হাসান প্রমুখ। 

এর আগে জেলা প্রশাসক গোবরার চরে ট্যুরিস্ট স্পটের উদ্বোধনের পাশাপাশি কয়রা উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন জাতীয় নেতৃবৃন্দ
৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক চৌধুরী
৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে : সেলিমা রহমান
সিলেটের কোম্পানীগঞ্জে ১০ বাল্কহেড জব্দ, ৯ জন আটক
গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা : অতিরিক্ত সচিব
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
১০