খুলনার কয়রায় 'সুন্দরবন পর্যটন কেন্দ্রে'র উদ্বোধন

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৭:২৯
কয়রায় 'সুন্দরবন পর্যটন কেন্দ্র উদ্বোধন। ছবি : বাসস

খুলনা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, সুন্দরবনকে ঘিরে কয়রার পর্যটন কেন্দ্র এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। এটিকে পরিচিত করতে হলে সকল মানুষকে এগিয়ে আসতে হবে।  দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ঘুরতে আসবে মানুষ। তারা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনকে খুব কাছ থেকে দেখে আনন্দ উপভোগ করবে পর্যটকরা।

খুলনার জেলা প্রশাসক গতকাল কয়রার সুন্দরবন পর্যটন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস। 

জেলা প্রশাসক আরও বলেন, পর্যটন কেন্দ্রটি কয়রার অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। সুন্দর বনের জীববৈচিত্র রক্ষায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারে মানুষকে সচেতন থাকার আহ্বান জানান। 

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, কয়রার যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মো. ওয়াহিদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক, উপজেলা প্রকৌশলী মো. শাফিন সোয়েব, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, খুলনা জেলা বিএনপি’র সদস্য এম এ হাসান প্রমুখ। 

এর আগে জেলা প্রশাসক গোবরার চরে ট্যুরিস্ট স্পটের উদ্বোধনের পাশাপাশি কয়রা উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০