খুলনার কয়রায় 'সুন্দরবন পর্যটন কেন্দ্রে'র উদ্বোধন

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৭:২৯
কয়রায় 'সুন্দরবন পর্যটন কেন্দ্র উদ্বোধন। ছবি : বাসস

খুলনা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, সুন্দরবনকে ঘিরে কয়রার পর্যটন কেন্দ্র এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। এটিকে পরিচিত করতে হলে সকল মানুষকে এগিয়ে আসতে হবে।  দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ঘুরতে আসবে মানুষ। তারা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনকে খুব কাছ থেকে দেখে আনন্দ উপভোগ করবে পর্যটকরা।

খুলনার জেলা প্রশাসক গতকাল কয়রার সুন্দরবন পর্যটন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস। 

জেলা প্রশাসক আরও বলেন, পর্যটন কেন্দ্রটি কয়রার অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। সুন্দর বনের জীববৈচিত্র রক্ষায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারে মানুষকে সচেতন থাকার আহ্বান জানান। 

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, কয়রার যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মো. ওয়াহিদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক, উপজেলা প্রকৌশলী মো. শাফিন সোয়েব, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, খুলনা জেলা বিএনপি’র সদস্য এম এ হাসান প্রমুখ। 

এর আগে জেলা প্রশাসক গোবরার চরে ট্যুরিস্ট স্পটের উদ্বোধনের পাশাপাশি কয়রা উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০