রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৭:৫৩
রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। ছবি :বাসস

রাজশাহী, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : রাজশাহী শিক্ষা বোর্ডে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ।

গত বছর এই বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

আজ বিকেলে নিজ দপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখখারুল ইসলাম।

তিনি জানান, এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ২ হাজার ৬৯০টি প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৮০ হাজার ৩১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৮৬ হাজার ৫১ জন ছাত্রী। পাস করেছে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ৮৬ হাজার ৫১ জন ছাত্রী।

বোর্ডের আওতাধীন আট জেলার ২৬৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের ফলাফলে ছাত্রীদের পাসের হার ৮২ দশমিক ১ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ।

অধ্যাপক ইসলাম জানান, এ বছর ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ১১ হাজার ৯৬২ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২৮ হাজার ৭৪ জন, যার মধ্যে ১৫ হাজার ৪৯৪ জন ছিল ছাত্রী।

তিনি আরও জানান, এবার শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৯৯ টি।

বোর্ডের চেয়ারম্যান জানান, এই বছর পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৯২ হাজার ১৭০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল। এর মধ্যে ছাত্রী ১ লাখ ১৬৭ জন। তবে ১ লাখ ৬৩ হাজার ৭০ জন পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে ছাত্রী ছিল ৮০ হাজার ৭৭২ জন। অর্থাৎ এ বছর রাজশাহী বোর্ডে ২৯ হাজার ১০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এদের মধ্যে ১৯ হাজার ৩৯৫ জন ছাত্রী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০