রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৭:৫৩
রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। ছবি :বাসস

রাজশাহী, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : রাজশাহী শিক্ষা বোর্ডে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ।

গত বছর এই বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

আজ বিকেলে নিজ দপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখখারুল ইসলাম।

তিনি জানান, এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ২ হাজার ৬৯০টি প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৮০ হাজার ৩১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৮৬ হাজার ৫১ জন ছাত্রী। পাস করেছে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ৮৬ হাজার ৫১ জন ছাত্রী।

বোর্ডের আওতাধীন আট জেলার ২৬৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের ফলাফলে ছাত্রীদের পাসের হার ৮২ দশমিক ১ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ।

অধ্যাপক ইসলাম জানান, এ বছর ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ১১ হাজার ৯৬২ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২৮ হাজার ৭৪ জন, যার মধ্যে ১৫ হাজার ৪৯৪ জন ছিল ছাত্রী।

তিনি আরও জানান, এবার শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৯৯ টি।

বোর্ডের চেয়ারম্যান জানান, এই বছর পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৯২ হাজার ১৭০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল। এর মধ্যে ছাত্রী ১ লাখ ১৬৭ জন। তবে ১ লাখ ৬৩ হাজার ৭০ জন পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে ছাত্রী ছিল ৮০ হাজার ৭৭২ জন। অর্থাৎ এ বছর রাজশাহী বোর্ডে ২৯ হাজার ১০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এদের মধ্যে ১৯ হাজার ৩৯৫ জন ছাত্রী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০