ভোলায় নদী উত্তাল: আভ্যন্তরীণ ১৫ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ 

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৭:৫৯
ছবি : বাসস

ভোলা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় দূর্যোগপূর্ণ আবহাওয়া ও মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে উপকুলের নদনদী উত্তাল থাকায় গত ৭ দিন ধরে জেলার আভ্যন্তরীণ ১৫রুটের নৌ-চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। 

আর এমন পরিস্থিতিতে ১৫ নৌ-রুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারন করেছে। 

গত দুই'দিনে ভোলায় প্রায় ২০০ মিলিমিটার আর গত ২৪ ঘন্টায় ভোলায় ৯৬.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন, ভোলা আবহাওয়া অধিপ্তরের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান। বৈরী আবহাওয়া ও বিরামহীন বৃষ্টিপাতে বিপাকে পড়েছে অফিস, শিক্ষার্থী ও বিভিন্ন  শ্রেণীপেশার মানুষ।

নদী উত্তাল হওয়ায় আজও জেলার ইলিশা থেকে লক্ষ্মীপুর, মনপুরা-ঢাকা, হাতিয়া, মনপুরা, তজুমদ্দিন-ঢাকা, হাকিমুদ্দিন-ঢাকা, ঘোষেরহাট-ঢাকা'সহ আভ্যন্তরীণ ১৫ টি রুটে যাত্রীবাহী লঞ্চ ও সরকারী সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। তবে ভোলা- লক্ষ্মীপুর রুটে কিছু ফেরি চলাচল করায় কিছু যাত্রী পারাপার করতে দেখা গেছে। 

বিআইডব্লিউটিএ'ও ভোলার বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন বাসস'কে জানান, নৌ-যান চলতে এখনো নদীপথ স্বাভাবিক হয়নি। দুর্যোগপূর্ণ আবহাওয়া না কাটলে কোনোপ্রকার লঞ্চ চলাচল করতে দেয়া হবেনা বলেও জানান, এ বন্দর কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী 
ইইউ’র অভিবাসন পরিচালক ঢাকায়; ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা আসবেন ১৫ সেপ্টেম্বর
ভাঙ্গা উপজেলার দু’টি ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফিরে পেতে হাইকোর্টে রিট
ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠে গেলো বাংলাদেশ : ফারুকী
হিথ্রো টার্মিনালের চেক-ইন এলাকাতে ছোটোখাটো ঘটনায় জরুরি পরিষেবা বন্ধ
উগান্ডার যুদ্ধবাজ কোনির বিরুদ্ধে আইসিসিতে শুনানি শুরু
লেবাননে গাড়ি লক্ষ্য করে ইসরাইলের হামলা
ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ফিলিস্তিনের প্রধান বিচারপতির সম্মানে নৈশভোজ; দ্বিপাক্ষিক আলোচনা
জয়পুরহাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১০