ভোলায় নদী উত্তাল: আভ্যন্তরীণ ১৫ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ 

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৭:৫৯
ছবি : বাসস

ভোলা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় দূর্যোগপূর্ণ আবহাওয়া ও মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে উপকুলের নদনদী উত্তাল থাকায় গত ৭ দিন ধরে জেলার আভ্যন্তরীণ ১৫রুটের নৌ-চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। 

আর এমন পরিস্থিতিতে ১৫ নৌ-রুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারন করেছে। 

গত দুই'দিনে ভোলায় প্রায় ২০০ মিলিমিটার আর গত ২৪ ঘন্টায় ভোলায় ৯৬.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন, ভোলা আবহাওয়া অধিপ্তরের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান। বৈরী আবহাওয়া ও বিরামহীন বৃষ্টিপাতে বিপাকে পড়েছে অফিস, শিক্ষার্থী ও বিভিন্ন  শ্রেণীপেশার মানুষ।

নদী উত্তাল হওয়ায় আজও জেলার ইলিশা থেকে লক্ষ্মীপুর, মনপুরা-ঢাকা, হাতিয়া, মনপুরা, তজুমদ্দিন-ঢাকা, হাকিমুদ্দিন-ঢাকা, ঘোষেরহাট-ঢাকা'সহ আভ্যন্তরীণ ১৫ টি রুটে যাত্রীবাহী লঞ্চ ও সরকারী সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। তবে ভোলা- লক্ষ্মীপুর রুটে কিছু ফেরি চলাচল করায় কিছু যাত্রী পারাপার করতে দেখা গেছে। 

বিআইডব্লিউটিএ'ও ভোলার বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন বাসস'কে জানান, নৌ-যান চলতে এখনো নদীপথ স্বাভাবিক হয়নি। দুর্যোগপূর্ণ আবহাওয়া না কাটলে কোনোপ্রকার লঞ্চ চলাচল করতে দেয়া হবেনা বলেও জানান, এ বন্দর কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০