ভোলায় নদী উত্তাল: আভ্যন্তরীণ ১৫ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ 

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৭:৫৯
ছবি : বাসস

ভোলা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় দূর্যোগপূর্ণ আবহাওয়া ও মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে উপকুলের নদনদী উত্তাল থাকায় গত ৭ দিন ধরে জেলার আভ্যন্তরীণ ১৫রুটের নৌ-চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। 

আর এমন পরিস্থিতিতে ১৫ নৌ-রুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারন করেছে। 

গত দুই'দিনে ভোলায় প্রায় ২০০ মিলিমিটার আর গত ২৪ ঘন্টায় ভোলায় ৯৬.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন, ভোলা আবহাওয়া অধিপ্তরের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান। বৈরী আবহাওয়া ও বিরামহীন বৃষ্টিপাতে বিপাকে পড়েছে অফিস, শিক্ষার্থী ও বিভিন্ন  শ্রেণীপেশার মানুষ।

নদী উত্তাল হওয়ায় আজও জেলার ইলিশা থেকে লক্ষ্মীপুর, মনপুরা-ঢাকা, হাতিয়া, মনপুরা, তজুমদ্দিন-ঢাকা, হাকিমুদ্দিন-ঢাকা, ঘোষেরহাট-ঢাকা'সহ আভ্যন্তরীণ ১৫ টি রুটে যাত্রীবাহী লঞ্চ ও সরকারী সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। তবে ভোলা- লক্ষ্মীপুর রুটে কিছু ফেরি চলাচল করায় কিছু যাত্রী পারাপার করতে দেখা গেছে। 

বিআইডব্লিউটিএ'ও ভোলার বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন বাসস'কে জানান, নৌ-যান চলতে এখনো নদীপথ স্বাভাবিক হয়নি। দুর্যোগপূর্ণ আবহাওয়া না কাটলে কোনোপ্রকার লঞ্চ চলাচল করতে দেয়া হবেনা বলেও জানান, এ বন্দর কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন চায় বিএনপি : সৈয়দ এমরান সালেহ প্রিন্স
ভারতীয় গানের ফুটেজ ব্যবহার করে বাংলাদেশবিরোধী অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
মিটফোর্ডে ব্যবসায়ীকে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ ও শোক প্রকাশ
বিএনপির রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল ইসলাম
জীবন বাঁচাতে আগে ত্রাণ, পরে টেকসই বাঁধও হবে : ফেনীতে ত্রাণ উপদেষ্টা
ফেনীতে বন্যাদুর্গতদের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ 
জামায়াতের লক্ষ্য নিরাপদ, বাসযোগ্য কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়া : শফিকুল ইসলাম মাসুদ
মিটফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও দায় বিএনপির ওপর চাপানো নোংরা অপরাজনীতি : সালাহউদ্দিন আহমেদ
চাঁদাবাজদের হাত থেকে দেশের ব্যবসায়ীদের রক্ষা করবো : নাহিদ ইসলাম
১০