লালমনিরহাট সীমান্তে ১০ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় বিএসএফ

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৮:০২
ছবি : বাসস

লালমনিরহাট, ১০ জুলাই, ২০২৫ (বাসস): জেলার সীমান্তে কিছুদিন বিরতির পর আবারও পুশইন করেছে ভারতীয় বিএসএফ। আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করেছে তারা।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার দুর্গাপুর বিওপির ৯২৫ নং সীমান্ত মেইন পিলার এলাকা দিয়ে ভারতের ৭৫ বিএসএফ’র সদস্যরা তাদের বাংলাদেশে পুশইন করে। 

পরে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বানিয়াটারী নামক স্থান হতে বিজিবির সদস্যরা ১০ জনকে আটক করে। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও চারজন শিশু রয়েছেন।

আটককৃতরা প্রায় ১৫ বছর ধরে ভারতের বিভিন্ন জায়গায় অবস্থান করেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফ’র হাতে হস্তান্তর করে। তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায়।

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, পুশইনকৃতরা নিজেদের বাংলাদেশী দাবি করেছেন। তাদের পরিচয় নিশ্চিত করার জন্য যাচাই-বাছাই চলছে। তথ্য- প্রমাণের ভিত্তিতে সত্যতা পেলে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। 

পুশইনের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০