শিক্ষা উপদেষ্টার সঙ্গে উর্দুভাষীদের প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৮:৩০ আপডেট: : ১০ জুলাই ২০২৫, ১৯:০৫
ছবি : পিআইডি

ঢাকা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) :  শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরারের সঙ্গে উর্দুভাষীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। 

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের অফিস কক্ষে সাক্ষাতকালে প্রতিনিধি দলটি শিক্ষা উপদেষ্টাকে উর্দুভাষী জনগোষ্ঠীর পক্ষ থেকে অভিনন্দন জানান। 

আলোচনায় তারা বলেছেন, অত্যন্ত সুচারুভাবে নির্ভীক ও সাহসের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে ইতিহাসের পাতায় নিজের একটি সম্মানজনক স্থান করে নিয়েছেন শিক্ষা উপদেষ্টা, যা পরবর্তী প্রতিটি সরকারের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। 

প্রতিনিধি দল উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি করে শিক্ষা অর্জনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার কথা উপদেষ্টার কাছে উপস্থাপন করেন। 

তারা বলেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে এ জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকার এবং নাগরিক অধিকার সমুন্নত করতে বিভিন্ন ফ্রন্টে অগ্রণী ভূমিকা পালন করেছেন ড. সি আর আবরার, যা উর্দুভাষী জনগোষ্ঠী সব সময়ই শ্রদ্ধা চিত্তে স্মরণ করে।

উর্দুভাষী জনগোষ্ঠী ৫৪ বছর ধরে ক্যাম্পগুলোতে অত্যন্ত মানবেতর জীবনযাপন করে আসছে। 

স্বাধীনতা পরবর্তী সময়ে আন্তর্জাতিক কমিটি ফর রেড ক্রসের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি চুক্তির মাধ্যমে এ জনগোষ্ঠীর ক্যাম্পে বসবাস এবং বিদুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা হয়, যা পরবর্তী প্রতিটি সরকার কর্তৃক অব্যাহত রয়েছে। 

কিন্তু কোন কোন সরকারের আমলে ক্যাম্প উচ্ছেদ এবং বিদুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্নের উদ্যোগ নেওয়া হয়েছিল। 

প্রশাসনিক/নির্বাহী আদেশে এবং তৎপরবর্তী আদালতের হস্তক্ষেপে সে উদ্যোগসমূহ কার্যকর করতে পারেনি।

ক্যাম্পবাসীদের মর্যাদাপূর্ণ স্থায়ী পুনর্বাসনের পূর্বে ক্যাম্পগুলো উচ্ছেদ না করতে এবং বিদুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করতে, একটি প্রশাসনিক/নির্বাহী আদেশের জন্য আবেদন জানায় প্রতিনিধি দল।

এ সময় শিক্ষা উপদেষ্টা প্রতিনিধি দলের কথাগুলো ধৈর্য্য সহকারে শোনেন। 
তিনি এই জনগোষ্ঠীর সকল ন্যায়, ন্যায্য ও যুক্তিযুক্ত দাবি পূরণে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০