সাতক্ষীরায় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক বিতরণ

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৮:৫০
বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক বিতরণ। ছবি : বাসস

সাতক্ষীরা, ১০ জুলাই, ২০২৫ (বাসস): জেলার শ্যামনগর ও আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক বিতরণ করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে সুপেয় পানির সংকট নিরসনে উপকার ভোগীদের মধ্যে পানির ট্যাংক বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন।    

নেটজ্ বাংলাদেশ’র সহায়তায় গবেষণা প্রতিষ্ঠান বারসিক বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্পের আওতায় এসব পানির ট্যাংক বিতরণ করে।

এসময় বারসিক’র পরিবেশ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মননজয় মন্ডলের সঞ্চালনায় ও বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে ট্যাংক বিতরণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ও প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুম বিল্লাহ। 

এসময় ইউপি সদস্যবৃন্দ, সবুজ সংহতির প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশ প্রকল্পের আওতায় জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার আটটি ইউনিয়নের সিএসও সদস্যদের মধ্যে ১ হাজার লিটারের ৫৯৭টি এবং ৩ হাজার লিটারের ২টি পানির ট্যাংক পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০