খুলনায় কিশোর শুভ হত্যার দায়ে দুই আসামির যাবজ্জীবন 

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৯:২৭

খুলনা, ১০ জুলাই ২০২৫ (বাসস) : কিশোর ইয়াছিন ওরফে শুভ হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন খুলনার আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। জরিমানার অর্থ ক্ষতিপূরণ বাবদ ভিকটিমের পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী গনেশ কুমার দাস রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

অপর তিন আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন; খালিশপুর থানাধীন রায়েরমহল উত্তরপাড়ার বাসিন্দা শেখ শামসুর রহমানের পুত্র ইসরাফীল এবং সোনাডাঙ্গা থানার আন্দিরঘাট এলাকার বাসিন্দা শামসু শেখের পুত্র মিঠু।

খালাসপ্রাপ্তরা হলেন; রায়েরমহল এলাকার বাসিন্দা আ. ছাত্তার মুন্সির পুত্র মো. আরেফিন মুুন্সি, একই এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ নুরুর পুত্র আবুল কলাম আজাদ ওরফে ডিবি কালাম এবং আ. ওহাব শেখের পুত্র মিরাজ।

এজাহার সূত্রে জানা যায়, খালিশপুর থানাধীন বয়রা রায়েরমহল উত্তরপাড়া এলাকার বাসিন্দা শেখ শামসুর রহমানের বাড়িতে মাসিক এক হাজার টাকা চুক্তিতে কাজ করতেন ইয়াছিন ওরফে শুভ। ওই বাড়ির কাউকে কিছু না জানিয়ে শুভ ২০১০ সালের ৩১ জানুয়ারি বের হয়ে তার চাচা মো. কাওছার শেখের বাড়িতে চলে যায়। রাতে সেখানে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে থাকে। পরদিন সকাল সাড়ে ৯ টার দিকে সে চাচা বাড়ি থেকে বের হলে আন্দিরঘাটস্থ শামসুল হকের পুত্র মিঠু তাকে ভ্যান চুরি করার অপরাধে চড় থাপ্পড় মেরে শুভকে আটকিয়ে রেখে মোবাইল করে ইসরাফীলকে বয়রায় আসতে বলে। ইসরাফিল এবং কালাম শুভকে মারধর করে মোটরসাইকেল যোগে ডুমুরিয়ায় ঘেরের দিকে নিয়ে যায়। পরবর্তীতে শুভর মা বিষয়টি জানতে পেয়ে বয়রায় মিঠুর কাছে জানতে পারে তার ছেলেকে মোটরসাইকেলযোগে ইসরাফিল এবং কালাম ধরে নিয়ে গেছে। ঘেরে নিয়ে গিয়ে শুভর ভ্রু, মাথার চুল এবং গোঁফ কেটে দেয় ইসরাফিল। পরে সেখান থেকে বাড়ি নিয়ে গিয়ে শেকল দিয়ে খেজুর গাছের সাথে শুভকে বেঁধে রাখা হয়। শীতের রাতে বাইরে বেঁধে রাখার কারণে শুভ অসুস্থ হয়ে পড়ে। শুভর মাকে খবর দিয়ে ঘটনাস্থলে আসতে বলে ইসরাফিল। পরবর্তীতে মা নিলুফার কাছে দুই শত টাকা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে  বলে। সেখানে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে শুভর মৃত্যু হয়। এরপর তার লাশ খালিশপুর থানাধীন রায়েরমহল এলাকার ব্যাংক কলোনীতে মামার বাড়িতে নেওয়া হয়।

পরে ২ ফেব্রুয়ারি এ ঘটনায় মৃত শুভর চাচা বাদী হয়ে খালিশপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ৪ জনকে আসামি করা হয়। একই বছরের ৯ আগস্ট তদন্ত কর্মকর্তা খালিশপুর থানার এসআই আলতাফ হোসেন ৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০