ফেনী জেলায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৯:৪২
ফেনী জেলায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ছবি: বাসস

কুমিল্লা, ১০ জুলাই, ২০২৫ (বাসস): ফেনী জেলায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত বছরের ভয়াবহ বন্যা পরিস্থিতি থেকে পাওয়া অভিজ্ঞতার আলোকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে ইতোমধ্যে সেনাবাহিনী প্রস্তুতি কার্যক্রম গ্রহণ করতে শুরু করেছে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩৩ পদাতিক ডিভিশন কুমিল্লা সেনানিবাস থেকে এ তথ্য জানানো হয়।  

এদিকে, ফেনী জেলায় টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে। 

আজ বৃহস্পতিবার পরশুরাম ও ফুলগাজী উপজেলার সেনা ক্যাম্পসমূহে ইতোমধ্যে ট্রাইশার্ক বোট, ওবিএম ইঞ্জিন এবং লাইফ জ্যাকেট মোতায়েন করা হয়েছে, যা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যবহার করা হবে। 

গতকাল বুধবার ফেনী জেলা প্রশাসকের তত্ত্বাবধানে বন্যা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সেনাবাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

এছাড়াও, জরুরি পরিস্থিতিতে চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে সেনাবাহিনীর একটি চিকিৎসক দল জেলা সিভিল সার্জন এর সাথে সমন্বয় সভা করেছে। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সেনাবাহিনী সব সময় জাতির দুর্যোগকালীন মুহূর্তে জনগণের পাশে রয়েছে। 

প্রয়োজনীয় সহায়তার জন্য ফেনী জেলা প্রশাসকের কার্যালয় বন্যা মনিটরিং সেল হেল্পলাইন নম্বর ০১৮৯৮৪৪৪৫০০ এবং ০১৩৩৬৫৮৬৬৯৩ এ যোগাযোগ করার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী 
জাকসু নির্বাচনে ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট
ইইউ’র অভিবাসন পরিচালক ঢাকায়; ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা আসবেন ১৫ সেপ্টেম্বর
ভাঙ্গা উপজেলার দু’টি ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফিরে পেতে হাইকোর্টে রিট
ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠে গেলো বাংলাদেশ : ফারুকী
হিথ্রো টার্মিনালের চেক-ইন এলাকাতে ছোটোখাটো ঘটনায় জরুরি পরিষেবা বন্ধ
উগান্ডার যুদ্ধবাজ কোনির বিরুদ্ধে আইসিসিতে শুনানি শুরু
লেবাননে গাড়ি লক্ষ্য করে ইসরাইলের হামলা
ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ফিলিস্তিনের প্রধান বিচারপতির সম্মানে নৈশভোজ; দ্বিপাক্ষিক আলোচনা
১০