কুমিল্লা বোর্ডে এসএসসি পাসের হার ৬৩.৬০ শতাংশ

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৯:৫১
কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩.৬০ শতাংশ। ছবি : বাসস

ঢাকা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসির গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন। শতভাগ পাস করেছে ২২টি শিক্ষা প্রতিষ্ঠান।

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

এ সময় বোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার ছাদেকুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কবির উদ্দিন আহমেদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কাজী আপন তিবরানী, হিসাব ও নিরীক্ষা শাখার উপ-পরিচালক মো. শাহজাহান, উপসচিব মাসুম মিল্লাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বছর পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৬৯ হাজার ৮৩৮ জন এবং মেয়ে ৯৭ হাজার ৭৩৪ জন। পাস করেছে মোট ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। এর মধ্যে ছেলেদের মধ্যে পাস করেছে ৪৩ হাজার ৭৮০ জন, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪০৭ জন।

মেয়েদের মধ্যে পাস করেছে ৬২ হাজার ৮০১ জন, জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৯৫ জন। মোট পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। মেয়েদের পাসের হার ৬৪ দশমিক ২৬ শতাংশ, ছেলেদের ৬২ দশমিক ৬৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে ৮৮ দশমিক ০১ শতাংশ, মানবিকে ৪৬ দশমিক ৭৭ শতাংশ, এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৩ দশমিক ৯২ শতাংশ। এবার বোর্ডের অধীনে ১০ হাজার ৭৯৯টি শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২২টি প্রতিষ্ঠান শতভাগ পাস করে এবং ১টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। 

গত বছর পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ ছিল ১২ হাজার ১০০ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল এসএমএসের মাধ্যমে নিজ নিজ ফলাফল জানতে পারবে। ডিজিটাল পদ্ধতিতে প্রতিষ্ঠানগুলোর ইআইআইএন  নম্বর ব্যবহার করে ফলাফল সংগ্রহ করা যাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিস্তিনি উপদলগুলো গাজাকে টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তরে সম্মত  
ভোলায় মধ্যরাত থেকে ইলিশ আহরণে নদীতে নামবেন জেলেরা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ  
আইএলও কনভেনশন অনুমোদনে সরকারকে কৃতজ্ঞতা নারীপক্ষের
জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট চাই : মাওলানা রফিকুল ইসলাম খান 
মালদ্বীপের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী বাংলাদেশ
গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অবাধ, সুষ্ঠু নির্বাচনে নয়া দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ : রিজভী
ডামি রাইফেল প্রদর্শন করে মিছিলে আতঙ্ক সৃষ্টি, গ্রেফতার মুজাহিদুল কারাগারে
মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য আগামী দুই মাসের মধ্যে এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ
টেন্ডুলকার ও সাঙ্গাকারাকে টপকে রেকর্ডের মালিক কোহলি
১০