কুমিল্লা বোর্ডে এসএসসি পাসের হার ৬৩.৬০ শতাংশ

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৯:৫১
কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩.৬০ শতাংশ। ছবি : বাসস

ঢাকা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসির গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন। শতভাগ পাস করেছে ২২টি শিক্ষা প্রতিষ্ঠান।

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

এ সময় বোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার ছাদেকুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কবির উদ্দিন আহমেদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কাজী আপন তিবরানী, হিসাব ও নিরীক্ষা শাখার উপ-পরিচালক মো. শাহজাহান, উপসচিব মাসুম মিল্লাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বছর পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৬৯ হাজার ৮৩৮ জন এবং মেয়ে ৯৭ হাজার ৭৩৪ জন। পাস করেছে মোট ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। এর মধ্যে ছেলেদের মধ্যে পাস করেছে ৪৩ হাজার ৭৮০ জন, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪০৭ জন।

মেয়েদের মধ্যে পাস করেছে ৬২ হাজার ৮০১ জন, জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৯৫ জন। মোট পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। মেয়েদের পাসের হার ৬৪ দশমিক ২৬ শতাংশ, ছেলেদের ৬২ দশমিক ৬৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে ৮৮ দশমিক ০১ শতাংশ, মানবিকে ৪৬ দশমিক ৭৭ শতাংশ, এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৩ দশমিক ৯২ শতাংশ। এবার বোর্ডের অধীনে ১০ হাজার ৭৯৯টি শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২২টি প্রতিষ্ঠান শতভাগ পাস করে এবং ১টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। 

গত বছর পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ ছিল ১২ হাজার ১০০ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল এসএমএসের মাধ্যমে নিজ নিজ ফলাফল জানতে পারবে। ডিজিটাল পদ্ধতিতে প্রতিষ্ঠানগুলোর ইআইআইএন  নম্বর ব্যবহার করে ফলাফল সংগ্রহ করা যাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০