পরিবারসহ এস আলমের সিঙ্গাপুরে বিনিয়োগ অবরুদ্ধ

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ২০:০৫

ঢাকা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) :  শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী ও সন্তানের নামে থাকা সিঙ্গাপুরের বিভিন্ন আত্মিক প্রতিষ্ঠানে বিনিয়োগ, ব্যাংক হিসাব বীমা পলিসি অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক তানজিল আহমেদ এ তথ্য জানান।

অবরুদ্ধের আদেশের মধ্যে রয়েছে সাইফুল আলমের নামে সিঙ্গাপুরের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে মোট ৪০টি ব্যাংক হিসাব এবং একাধিক বীমা পলিসি। তার স্ত্রীর নামে আরও ৪টি ব্যাংক হিসাব এবং তাদের দু’জনের যৌথ নামে দুইটি প্রতিষ্ঠানে প্রায় ৬.৮ কোটি সিঙ্গাপুর ডলার বিনিয়োগ। এছাড়া রয়েছে সাইফুল আলম নিজে চারটি এবং তার স্ত্রী আরও চারটি কোম্পানির পরিচালক ও শেয়ারহোল্ডার।

তার ছেলে আশরাফুল আলমের নামে রয়েছে দুইটি আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ ও হিসাব। পাশাপাশি একটি কোম্পানির শেয়ারহোল্ডার এবং পরিচালক পদ। আরেক সন্তান আহসানুল আলমের নামে রয়েছে একটি কোম্পানির পরিচালক পদ ও শেয়ারহোল্ডার এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে রয়েছে মোট ৮টি ব্যাংক হিসাব ও বীমা পলিসি।

পরিবারের অন্য সদস্য আহমেদ বেলালের নামে রয়েছে দুইটি ব্যাংক হিসাব এবং মেয়ে মাইমুনা আলমের নামে একটি বীমা পলিসি ও সিঙ্গাপুরে ৫৪ হাজার ৪০০ সিঙ্গাপুরি ডলার মূল্যের বিভিন্ন ধাতব সম্পদ (মেটাল)। এছাড়া ছোট সন্তান আসাদুল আলম মাহিরের নামে রয়েছে আরও একটি ব্যাংক হিসাব।

দুদক আবেদনে উল্লেখ করেন, অভিযুক্ত পরিবার অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জিত অর্থ বিদেশে পাচার করে এসব সম্পদ অর্জন করেছে। এসব অর্থ যাতে স্থানান্তর বা নষ্ট না হয়, সে জন্য আদালতের জব্দ ও স্থগিতাদেশ প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন 
১০