সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে পাস করেছে ৯৪.৬৮ শতাংশ

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ২০:০৬ আপডেট: : ১০ জুলাই ২০২৫, ২০:২১
পাস করেছে ৯৪.৬৮ শতাংশ। ছবি : বাসস

ঢাকা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : চলতি বছরের মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষায় ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ১ হাজার ৫২৩ জন শিক্ষার্থীর মধ্যে ৬৩৫ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠান থেকে পাস করেছে ৯৪.৬৮ শতাংশ। 

এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৫২৬ জন। এর মধ্যে তিনজন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৫২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৪৪২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এছাড়া ৮১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তবে প্রতিষ্ঠানটির ইংরেজি ভার্সনে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ফলাফল প্রকাশের পর পুরো শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দে ফেটে পড়ে কৃতকার্য শিক্ষার্থীরা। এ সময় পুরো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা যায়। দুপুর ২টার পর কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা মাইকে ফলাফল ঘোষণা করলে ক্লাসরুম থেকে সব শিক্ষার্থীরা বেরিয়ে এসে কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানায়। 

২০২৪ সালে এসএসসিতে প্রতিষ্ঠানটি শতভাগ পাশসহ ১ হাজার ২৩৫ জনের মধ্যে ৮৪৩ জন জিপিএ-৫ পেয়ে অভাবনীয় কৃতিত্ব অর্জন করেছিল। সে বছর বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ ১ হাজার ১৬৩ জনের মধ্যে জিপিএ-৫ পায় ৬১৯ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উত্তীর্ণ ১৭২ জনের মধ্যে ১১ জন জিপিএ-৫ পায়। 

মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয় ১০৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পায় ৫ জন।

ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘পরীক্ষায় অংশ নেওয়া আমাদের ছাত্র-ছাত্রীরা প্রত্যাশিত ফল অর্জন করেছে। এ অর্জন শিক্ষকদের একনিষ্ঠ প্রচেষ্টা ও শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতার ফলেই সম্ভব হয়েছে।’ 

তিনি বলেন, কৃতকার্য শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। আর যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য সমবেদনা রইল। 

অভিভাবকের উদ্দেশ্যে অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘শিক্ষার্থীদের কোনোভাবেই বকাঝকা করবেন না, তাদের পাশে থেকে সাপোর্ট দেয়ার অনুরোধ রইলো। এই সময় তাদের পাশে থাকা জরুরি।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০