লিবিয়ায় ৪২ দিন জিম্মি থাকা দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে পিবিআই

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ২০:২০

ঢাকা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : লিবিয়ায় ৪২ দিন জিম্মি থাকা দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের ৪২ দিন জিম্মি থাকার পর তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত দুই বাংলাদেশি হলেন- আলমগীর হোসেন (৪৫) ও সিরাজ উদ্দিন (৩৫)।

পিবিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, লিবিয়ার ত্রিপোলির জমাজৈতন এলাকার একটি ওয়ার্কশপ থেকে গত ৮ জানুয়ারি তারা অপহৃত হন। অপহরণকারীরা পরিবারকে ইমো অ্যাপের মাধ্যমে যোগাযোগ করে জনপ্রতি ২২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং ভয়াবহ শারীরিক নির্যাতনের দৃশ্যও সরাসরি পরিবারের কাছে পাঠায়।

ভিকটিম সিরাজ উদ্দিনের পরিবার ১ লাখ ৫০ হাজার টাকা পাঠালেও তাদের মুক্তি না দিয়ে অত্যাচার চলতে থাকে। পরবর্তীতে দুই জিম্মির মুক্তির জন্য ২ লাখ করে মোট ৪ লাখ টাকা দেওয়া হয়। আলমগীর হোসেনের ভাই বাদী হয়ে ২৯ জানুয়ারি রাজধানীর আদাবর থানায় একটি মামলা করেন। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর)।

তদন্তের ভিত্তিতে প্রথমে রাজশাহী থেকে মো. রাসেল হক (২৫) ও পরে বাগেরহাট থেকে মো. মিন্টু ফরাজী (৩৯)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মুক্তিপণের লেনদেন সংক্রান্ত মোবাইল, ব্যাংক স্লিপ, অডিও-ভিডিও প্রমাণাদি উদ্ধার করা হয়।

পরবর্তীতে গত ১৮ ফেব্রুয়ারি অপহরণকারীরা ভিকটিমদের লিবিয়ার জিলজিয়া হাসপাতাল এলাকায় ফেলে রেখে যায়। ভিকটিমরা পরে ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন ও ব্র্যাক মাইগ্রেশনের সহায়তায় বাংলাদেশ দূতাবাসের হেফাজতে আসেন।

গত ৯ জুলাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পিবিআই আলমগীর হোসেনকে হেফাজতে নেয়। অপর ভিকটিম সিরাজ উদ্দিনের দেশে ফেরত আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন 
১০