ঢাবি’র শিক্ষার্থী আহসান খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ২০:৩২
ছবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে

ঢাকা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রয়াত শিক্ষার্থী আহসান খানের রুহের মাগফেরাত কামনায় গত মঙ্গলবার বাদ এশা শেখ মুজিবুর রহমান হল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এছাড়া, গতকাল বুধবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় এ উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানসহ আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীগণ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

গত ৯ জুলাই ‘দাওয়াহ ও ইসলামি কালচারাল ক্লাব’-এর উদ্যোগে শেখ মুজিবুর রহমান হল মসজিদে খতমে কুরআন-এর আয়োজন করা হয়।

উল্লেখ্য, আহসান খান (ডাক নাম: আইয়ুব খান) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুলাই রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি শেখ মুজিবুর রহমান হলের জুলাই শহীদ স্মৃতি ভবনের ৯০০৩ নং কক্ষের আবাসিক ছাত্র ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যারিবিয়ান অঞ্চলে ‘মেলিসা’ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে : মার্কিন সংস্থা
ফিলিস্তিনি উপদলগুলো গাজাকে টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তরে সম্মত  
ভোলায় মধ্যরাত থেকে ইলিশ আহরণে নদীতে নামবেন জেলেরা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ  
আইএলও কনভেনশন অনুমোদনে সরকারকে কৃতজ্ঞতা নারীপক্ষের
জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট চাই : মাওলানা রফিকুল ইসলাম খান 
মালদ্বীপের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী বাংলাদেশ
গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অবাধ, সুষ্ঠু নির্বাচনে নয়া দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ : রিজভী
ডামি রাইফেল প্রদর্শন করে মিছিলে আতঙ্ক সৃষ্টি, গ্রেফতার মুজাহিদুল কারাগারে
মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য আগামী দুই মাসের মধ্যে এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ
১০