পানগাঁও কাস্টমস হাউস পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান 

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ২১:০০
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। ফাইল ছবি

ঢাকা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান আজ ঢাকার পানগাঁও কাস্টমস হাউস পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি পানগাঁও  কাস্টমস হাউস কনটেইনার ইয়ার্ডে কাস্টমস কায়িক পরীক্ষণ কার্যক্রম এবং অ্যাসেসমেন্ট রুমে অটোমেটেড পদ্ধতিতে কাস্টমস অ্যাসেসমেন্ট কার্যক্রম পর্যবেক্ষণ করেন। অ্যাসেসমেন্ট রুমে কর্মকর্তা-কর্মচারীদের সাথে দাপ্তরিক কার্যক্রম সম্পাদনের বিষয়ে খোঁজ খবর নেন।

পরিদর্শন শেষে এনবিআর চেয়ারম্যান  পানগাঁও কাস্টমস হাউজের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের (বন্দর কর্তৃপক্ষ, আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট) সাথে মতবিনিময় করেন। এনবিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় তিনি রাজস্ব আদায় কার্যক্রমসহ অন্যান্য দাপ্তরিক কার্যক্রম যেমন ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় দ্রুত পণ্য খালাসকরণ, নিবারণমূলক কার্যক্রম, আমদানি নীতি আদেশ প্রতিপালন, অটোমেশন, মামলা হ্রাসকরণসহ বকেয়া আদায় কার্যক্রমে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।  

এ সময় তিনি নিলাম কার্যক্রম দ্রুত সম্পাদনের মাধ্যমে বন্দরে বিদ্যমান নিলাম ও ধ্বংসযোগ্য পণ্যের দ্রুত নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় কাস্টমস হাউস কমিশনার এ চালানের মাধ্যমে গত ২৩ জুন থেকে শতভাগ  রাজস্ব সরকারি কোষাগারে জমা প্রদানের উল্লেখ করলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বিষয়টির প্রশংসা করেন। 

রাজস্ব বিভাগ যেকোনো দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিভাগের একটি এবং এটি  ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষতি সাধিত হয় বলে উল্লেখ করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০