মেহেরপুরে এসএসসিতে প্রথম জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ২১:০৮
ছবি : সংগৃহীত

মেহেরপুর, ১০ জুলাই ২০২৫ (বাসস) : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি)’র ফলাফলে মেহেরপুর জেলায় প্রথম হয়েছে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। যশোর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মেহেরপুর জেলায় এ বছর পাসের হার ৬২.৭০ শতাংশ। 

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, জেলার তিনটি উপজেলার ১৩টি কেন্দ্রে ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬ হাজার ৭১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।  এর মধ্যে পাস করেছে ৪ হাজার ২১০ জন শিক্ষার্থী।

এ বছরও মেহেরপুর জেলার শীর্ষস্থান ধরে রেখেছে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী ১২০ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। ফলে শতভাগ পাসের কৃতিত্ব ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। 

পাসের হার অনুযায়ী জেলার সেরা পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান হলো; জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ  (সদর) থেকে পরীক্ষা দিয়েছে ১২০ জন।  পাসের করেছে ১২০ জন। পাসের হার শতভাগ। সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ (গাংনী) থেকে পরীক্ষা দিয়েছে ১৩৮ জন।  পাস করেছে ১৩৬ জন। পাসের হার ৯৮.৫৫%। জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় (গাংনী) পরীক্ষা দিয়েছে ১০৪ জন। পাসের করেছে ১০১ জন। পাসের হার ৯৭.১১ শতাংশ। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ২৭০ জন। পাসের করেছে ২২২ জন। পাসের হার ৮২.৫৫ শতাংশ। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ২৬১ জন। পাস করেছে ২০৮ জন। পাসের হার ৮০.৯৩শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০