মেহেরপুরে এসএসসিতে প্রথম জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ২১:০৮
ছবি : সংগৃহীত

মেহেরপুর, ১০ জুলাই ২০২৫ (বাসস) : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি)’র ফলাফলে মেহেরপুর জেলায় প্রথম হয়েছে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। যশোর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মেহেরপুর জেলায় এ বছর পাসের হার ৬২.৭০ শতাংশ। 

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, জেলার তিনটি উপজেলার ১৩টি কেন্দ্রে ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬ হাজার ৭১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।  এর মধ্যে পাস করেছে ৪ হাজার ২১০ জন শিক্ষার্থী।

এ বছরও মেহেরপুর জেলার শীর্ষস্থান ধরে রেখেছে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী ১২০ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। ফলে শতভাগ পাসের কৃতিত্ব ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। 

পাসের হার অনুযায়ী জেলার সেরা পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান হলো; জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ  (সদর) থেকে পরীক্ষা দিয়েছে ১২০ জন।  পাসের করেছে ১২০ জন। পাসের হার শতভাগ। সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ (গাংনী) থেকে পরীক্ষা দিয়েছে ১৩৮ জন।  পাস করেছে ১৩৬ জন। পাসের হার ৯৮.৫৫%। জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় (গাংনী) পরীক্ষা দিয়েছে ১০৪ জন। পাসের করেছে ১০১ জন। পাসের হার ৯৭.১১ শতাংশ। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ২৭০ জন। পাসের করেছে ২২২ জন। পাসের হার ৮২.৫৫ শতাংশ। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ২৬১ জন। পাস করেছে ২০৮ জন। পাসের হার ৮০.৯৩শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যারিবিয়ান অঞ্চলে ‘মেলিসা’ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে : মার্কিন সংস্থা
ফিলিস্তিনি উপদলগুলো গাজাকে টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তরে সম্মত  
ভোলায় মধ্যরাত থেকে ইলিশ আহরণে নদীতে নামবেন জেলেরা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ  
আইএলও কনভেনশন অনুমোদনে সরকারকে কৃতজ্ঞতা নারীপক্ষের
জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট চাই : মাওলানা রফিকুল ইসলাম খান 
মালদ্বীপের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী বাংলাদেশ
গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অবাধ, সুষ্ঠু নির্বাচনে নয়া দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ : রিজভী
ডামি রাইফেল প্রদর্শন করে মিছিলে আতঙ্ক সৃষ্টি, গ্রেফতার মুজাহিদুল কারাগারে
মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য আগামী দুই মাসের মধ্যে এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ
১০