রাজশাহী শিক্ষাবোর্ডের কোনো প্রতিষ্ঠানে শতভাগ ফেল নেই

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ২২:২৩
ছবি : সংগৃহীত

রাজশাহী, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : এ বছর শূন্য পাসের হার নেই রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন কোনো বিদ্যালয়ে। আজ (১০ জুলাই) প্রকাশিত এসএসসির ফলাফলে এ তথ্য জানিয়েছে শিক্ষাবোর্ড।

রাজশাহী শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এ বোর্ডের আওতায় ২ হাজার ৬৯০টি বিদ্যালয়ের ১ লাখ ৮০ হাজার ৩১০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় ছাত্র উপস্থিত ছিল ৯৪ হাজার ২৬৯ জন এবং ছাত্রী উপস্থিত ছিল ৮৬ হাজার ৫১ জন। ২ হাজার ৪৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। এই বোর্ডের অধীন ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী এবার জিপিএ ৫ পেয়েছে।

এবার বোর্ডের গড় পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ এবং ছাত্রীদের ক্ষেত্রে এ হার ৮২ দশমিক ১ শতাংশ। রাজশাহী বোর্ডের অধীন ৮ জেলার মধ্যে সবচেয়ে বেশি পাস করেছে বগুড়া জেলায়। সেখানে পাসের হার ৮০ দশমিক ১৩ শতাংশ। ৬৭ দশমিক ৫৬ শতাংশ পাস নিয়ে সবচেয়ে পিছিয়ে আছে সিরাজগঞ্জ জেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যারিবিয়ান অঞ্চলে ‘মেলিসা’ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে : মার্কিন সংস্থা
ফিলিস্তিনি উপদলগুলো গাজাকে টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তরে সম্মত  
ভোলায় মধ্যরাত থেকে ইলিশ আহরণে নদীতে নামবেন জেলেরা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ  
আইএলও কনভেনশন অনুমোদনে সরকারকে কৃতজ্ঞতা নারীপক্ষের
জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট চাই : মাওলানা রফিকুল ইসলাম খান 
মালদ্বীপের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী বাংলাদেশ
গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অবাধ, সুষ্ঠু নির্বাচনে নয়া দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ : রিজভী
ডামি রাইফেল প্রদর্শন করে মিছিলে আতঙ্ক সৃষ্টি, গ্রেফতার মুজাহিদুল কারাগারে
মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য আগামী দুই মাসের মধ্যে এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ
১০