নির্বাচন কমিশন ‘শাপলা’ প্রতীক হিসেবে তালিকাভুক্ত করেনি : ইসি সানাউল্লাহ

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ২২:২৭ আপডেট: : ১১ জুলাই ২০২৫, ১০:২১
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো. সানাউল্লাহ। ফাইল ছবি

ঢাকা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : নির্বাচনের বিধিমালায় নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় ‘শাপলা ’ প্রতীক হিসেবে রাখা হয়নি জানিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে ‘শাপলা’ তালিকাভুক্ত করেনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অষ্টম কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ একথা বলেন।

শাপলা প্রতীক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ একথা বলেন, ‘শাপলা’ প্রতীক চেয়ে দুটো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে। নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিক ঐক্য ১৭ জুন আমাদের কাছে তাদের প্রতীক পরিবর্তন করার এ আবেদন করে। এরপর  ২২ জুন আবেদন করেছে নিবন্ধন প্রার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সুতরাং দুটো দল এখানে আবেদন করেছে। তিনি বলেন, নির্বাচন কমিশন সব কিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করেনি। 

এর আগে গত ২২ জুন এনসিপি ইসিতে নিবন্ধনের আবেদন করে। ওইদিন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, আমাদের দলীয় প্রতীকের জন্য তিনটি মার্কার জন্য আবেদন করেছি। শাপলা, কলম ও মোবাইল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে ১৬-২৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে আটক ১৫১
ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ীসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান
নরসিংদীর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা
অভুক্ত ও অসুস্থ ঘোড়ার পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
চাকসু, হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে: ডেনিশ রাষ্ট্রদূত
মোটরযান গতি সীমা নির্দেশিকা ২০২৪ বিষয়ে গণসচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন
অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
কোনো মামলায় পলাতক আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না
১০