বাসস দেশ-১৪ :  রংপুরে সাংবাদিকদের জন্য আবাসন প্রকল্পের উদ্বোধন

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১২:৪৪

বাসস দেশ-১৪
রংপুর- সাংবাদিকদের আবাসন 
রংপুরে সাংবাদিকদের জন্য আবাসন প্রকল্পের উদ্বোধন

রংপুর, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : সাংবাদিকদের আবাসন সংকট দূর করতে মানবিক উদ্যোগ প্রহণ করেছে রংপুর সদর উপজেলা প্রেসক্লাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চওড়াপাড়া গ্রামে এ আবাসন প্রকল্পের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ফলক উন্মোচনের মাধ্যমে আবাসন প্রকল্পের সূচনা করেন। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিকদের জন্য এই আবাসন প্রকল্প একটি যুগান্তকারী ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ। বাংলাদেশে প্রথমবারের মতো রংপুর সদর উপজেলা প্রেসক্লাব এমন মানবিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে, যা অন্য উপজেলাগুলোর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও এই প্রকল্পের অন্যতম উদ্যোক্তা মহিউদ্দিন মখদুমি। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন, সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, খলেয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান নেবিউল হক লিটন, বিএনপি নেতা মাসুদ রানা ও সাংবাদিকবৃৃন্দ।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাংবাদিকরা বলছেন, এটি শুধু আবাসন সমস্যা সমাধানের পথ দেখায়নি, বরং সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তার প্রতি একটি বড় সামাজিক স্বীকৃতিও বয়ে এনেছে।

বাসস/এনডি/সংবাদদাতা/১২৪০/-এমএসআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০