রংপুরে সাংবাদিকদের জন্য আবাসন প্রকল্পের উদ্বোধন

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১২:৫৫

রংপুর, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : সাংবাদিকদের আবাসন সংকট দূর করতে মানবিক উদ্যোগ প্রহণ করেছে রংপুর সদর উপজেলা প্রেসক্লাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চওড়াপাড়া গ্রামে এ আবাসন প্রকল্পের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ফলক উন্মোচনের মাধ্যমে আবাসন প্রকল্পের সূচনা করেন। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সাংবাদিকদের জন্য এই আবাসন প্রকল্প একটি যুগান্তকারী ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ। বাংলাদেশে প্রথমবারের মতো রংপুর সদর উপজেলা প্রেসক্লাব এমন মানবিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে, যা অন্য উপজেলাগুলোর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও এই প্রকল্পের অন্যতম উদ্যোক্তা মহিউদ্দিন মখদুমি। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন, সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, খলেয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান নেবিউল হক লিটন, বিএনপি নেতা মাসুদ রানা ও সাংবাদিকবৃৃন্দ।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাংবাদিকরা বলছেন, এটি শুধু আবাসন সমস্যা সমাধানের পথ দেখায়নি, বরং সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তার প্রতি একটি বড় সামাজিক স্বীকৃতিও বয়ে এনেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামের ভাটিয়ারিতে ১২০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৩০
মানিকগঞ্জে ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন’ বিষয়ক আলোচনা সভা
শুল্ক পরিবর্তনের ফলে বিদেশে উৎপাদন বন্ধের নির্দেশ মার্কিন কোম্পানির
চানখারপুলে মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ
ভূমি অটোমেটেড সিস্টেম চালু হলে জনভোগান্তি কমবে: উপদেষ্টা আলী ইমাম মজুমদার 
ইউক্রেন ইস্যুতে অনলাইন শীর্ষ সম্মেলন করবেন ইউরোপীয় নেতারা
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
১০