রংপুরে সাংবাদিকদের জন্য আবাসন প্রকল্পের উদ্বোধন

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১২:৫৫

রংপুর, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : সাংবাদিকদের আবাসন সংকট দূর করতে মানবিক উদ্যোগ প্রহণ করেছে রংপুর সদর উপজেলা প্রেসক্লাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চওড়াপাড়া গ্রামে এ আবাসন প্রকল্পের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ফলক উন্মোচনের মাধ্যমে আবাসন প্রকল্পের সূচনা করেন। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সাংবাদিকদের জন্য এই আবাসন প্রকল্প একটি যুগান্তকারী ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ। বাংলাদেশে প্রথমবারের মতো রংপুর সদর উপজেলা প্রেসক্লাব এমন মানবিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে, যা অন্য উপজেলাগুলোর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও এই প্রকল্পের অন্যতম উদ্যোক্তা মহিউদ্দিন মখদুমি। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন, সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, খলেয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান নেবিউল হক লিটন, বিএনপি নেতা মাসুদ রানা ও সাংবাদিকবৃৃন্দ।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাংবাদিকরা বলছেন, এটি শুধু আবাসন সমস্যা সমাধানের পথ দেখায়নি, বরং সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তার প্রতি একটি বড় সামাজিক স্বীকৃতিও বয়ে এনেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০