কুমিল্লায় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৩:০৩
ছবি : বাসস

কুমিল্লা, (উত্তর), ১১ জুলাই, ২০২৫ (বাসস) : ‌‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫। 

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে শহরের টাউন হল মাঠে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় কুমিল্লা ক্লাব হলরুমে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে কান্দিরপাড় এলাকা থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার সূচনা করেন। পরে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আনোয়ারুল ইসলাম জুয়েল এবং কুমিল্লা সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা দিলীপ কুমার দাস।

বৃক্ষমেলায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিতি ছিল । এ মেলা  একমাস জুড়ে চলবে। মেলায় জেলার বিভিন্ন নার্সারি তাদের উৎপাদিত ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্য্যবর্ধক গাছের চারা প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যারিবিয়ান অঞ্চলে ‘মেলিসা’ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে : মার্কিন সংস্থা
ফিলিস্তিনি উপদলগুলো গাজাকে টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তরে সম্মত  
ভোলায় মধ্যরাত থেকে ইলিশ আহরণে নদীতে নামবেন জেলেরা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ  
আইএলও কনভেনশন অনুমোদনে সরকারকে কৃতজ্ঞতা নারীপক্ষের
জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট চাই : মাওলানা রফিকুল ইসলাম খান 
মালদ্বীপের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী বাংলাদেশ
গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অবাধ, সুষ্ঠু নির্বাচনে নয়া দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ : রিজভী
ডামি রাইফেল প্রদর্শন করে মিছিলে আতঙ্ক সৃষ্টি, গ্রেফতার মুজাহিদুল কারাগারে
মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য আগামী দুই মাসের মধ্যে এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ
১০