চাঁদপুরে ১০৪টি চোরাই সিমসহ প্রতারক চক্র আটক

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৭:৪৯
চাঁদপুর জেলায় চোরাই সিমসহ প্রতারক চক্রের চারজনকে আটক করেছে পুলিশ। ছবি: বাসস

চাঁদপুর, ১১ জুলাই, ২০২৫ (বাসস): জেলায় ১০৪টি চোরাই সিমসহ প্রতারক চক্রের চারজনকে আটক করেছে পুলিশ। 

আজ শুক্রবার দুপুরে  মতলব উত্তর থানা পুলিশ এ তথ্য জানান। 

পুলিশ জানায়, গত বুধবার মতলব উত্তর থানার এসআই আবুল কালাম আজাদ ও তার ফোর্স এখলাসপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা হচ্ছে- রাকিবুল হাসান ওরফে মিন্টু, মো. সোহেব বিন আবদুল্লাহ, মো. আবু বক্কর ছিদ্দিক ও মো. রাব্বী মুন্সি। তারা চাঁদপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উদ্ধারকৃত সিমগুলোর বাজারমূল্য প্রায় ২০ হাজার ৫০০ টাকা। পুলিশের ধারণা, এসব সিম প্রতারণাসহ নানা অপরাধমূলক কাজে ব্যবহৃত হচ্ছিল। আটককৃতদের বৃহস্পতিবার বিকেলে   আদালতে সোপর্দ করা হলে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, থানার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রযুক্তি ব্যবহার করে সংঘটিত অপরাধ দমনে আমরা সবসময় সচেষ্ট। চোরাই মোবাইল সিম দিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে আমরা তৎপর হয়ে চারজনকে আটক করে নিয়মিত মামলা রজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৩০
মানিকগঞ্জে ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন’ বিষয়ক আলোচনা সভা
শুল্ক পরিবর্তনের ফলে বিদেশে উৎপাদন বন্ধের নির্দেশ মার্কিন কোম্পানির
চানখারপুলে মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ
ভূমি অটোমেটেড সিস্টেম চালু হলে জনভোগান্তি কমবে: উপদেষ্টা আলী ইমাম মজুমদার 
ইউক্রেন ইস্যুতে অনলাইন শীর্ষ সম্মেলন করবেন ইউরোপীয় নেতারা
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান
১০