চাঁদপুরে ১০৪টি চোরাই সিমসহ প্রতারক চক্র আটক

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৭:৪৯
চাঁদপুর জেলায় চোরাই সিমসহ প্রতারক চক্রের চারজনকে আটক করেছে পুলিশ। ছবি: বাসস

চাঁদপুর, ১১ জুলাই, ২০২৫ (বাসস): জেলায় ১০৪টি চোরাই সিমসহ প্রতারক চক্রের চারজনকে আটক করেছে পুলিশ। 

আজ শুক্রবার দুপুরে  মতলব উত্তর থানা পুলিশ এ তথ্য জানান। 

পুলিশ জানায়, গত বুধবার মতলব উত্তর থানার এসআই আবুল কালাম আজাদ ও তার ফোর্স এখলাসপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা হচ্ছে- রাকিবুল হাসান ওরফে মিন্টু, মো. সোহেব বিন আবদুল্লাহ, মো. আবু বক্কর ছিদ্দিক ও মো. রাব্বী মুন্সি। তারা চাঁদপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উদ্ধারকৃত সিমগুলোর বাজারমূল্য প্রায় ২০ হাজার ৫০০ টাকা। পুলিশের ধারণা, এসব সিম প্রতারণাসহ নানা অপরাধমূলক কাজে ব্যবহৃত হচ্ছিল। আটককৃতদের বৃহস্পতিবার বিকেলে   আদালতে সোপর্দ করা হলে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, থানার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রযুক্তি ব্যবহার করে সংঘটিত অপরাধ দমনে আমরা সবসময় সচেষ্ট। চোরাই মোবাইল সিম দিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে আমরা তৎপর হয়ে চারজনকে আটক করে নিয়মিত মামলা রজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০