দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় কয়লা ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৮:২২

দিনাজপুর, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : দিনাজপুর ফুলবাড়ী উপজেলার কয়লা ব্যবসায়ী মো. আবুল হোসেন (৬৩) এর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন করায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।

শুক্রবার দিনাজপুর জেলা সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক মো. আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার দুপুরে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলায় ব্যবসায়ী আবুল হোসেনের বিরুদ্ধে ৩ কোটি ২৭ লাখ ৭ হাজার ৫৫৯ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। ব্যবসায়ী মো. আবুল হোসেন জেলার ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়ার মহল্লার মো. আব্দুল মান্নানের পুত্র।

দুদকের দায়েরকৃত মামলার অভিযোগে জানান যায়, ব্যবসায়ী মো. আবুল হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় প্রাথমিকভাবে দুদকের অনুসন্ধানে এমন তথ্য প্রমাণ পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা তার বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেন। তার প্রেক্ষিতে গত ২০২২ সালের ৫ জুন দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা কার্যালয়ে সম্পদ বিবরণীর তথ্য ব্যবসায়ী আবুল হোসেন দাখিল করেন। তার দাখিলকৃত তথ্য বিবরণীতে তিনি সম্পদের পরিমাণ, স্থাবর সম্পদ ১ কোটি ৫১ লাখ ৮১ হাজার ৪০০ টাকা এবং অস্থাবর সম্পদ ১ কোটি ৭৮ লাখ ৬ হাজার টাকা উল্লেখ করেন। কিন্তু অনুসন্ধানে তার ৬ কোটি ৫৬ লাখ ৯৪ হাজার ৯৫৯ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। 

তার দাখিলকৃত তথ্য বিবরণীতে ৩ কোটি ২৭ লক্ষ ৭ হাজার ৫৫৯ টাকার সম্পদ গোপন করে, দুর্নীতি দমন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে দুদকের দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বিষয়টি দুদক দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর আলম নিশ্চিত করে বলেছেন, মামলাটির দুদকের উপ-সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তিনি মামলাটি পূর্ণাঙ্গ তদন্ত করে সংশ্লিষ্ট আদালতে আসামীর বিরুদ্ধে চার্জশিট প্রদান করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানিকগঞ্জে ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন’ বিষয়ক আলোচনা সভা
শুল্ক পরিবর্তনের ফলে বিদেশে উৎপাদন বন্ধের নির্দেশ মার্কিন কোম্পানির
চানখারপুলে মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ
ভূমি অটোমেটেড সিস্টেম চালু হলে জনভোগান্তি কমবে: উপদেষ্টা আলী ইমাম মজুমদার 
ইউক্রেন ইস্যুতে অনলাইন শীর্ষ সম্মেলন করবেন ইউরোপীয় নেতারা
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান
‘জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই’ : ট্রাইব্যুনালে সাক্ষ্য
১০