দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় কয়লা ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৮:২২

দিনাজপুর, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : দিনাজপুর ফুলবাড়ী উপজেলার কয়লা ব্যবসায়ী মো. আবুল হোসেন (৬৩) এর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন করায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।

শুক্রবার দিনাজপুর জেলা সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক মো. আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার দুপুরে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলায় ব্যবসায়ী আবুল হোসেনের বিরুদ্ধে ৩ কোটি ২৭ লাখ ৭ হাজার ৫৫৯ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। ব্যবসায়ী মো. আবুল হোসেন জেলার ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়ার মহল্লার মো. আব্দুল মান্নানের পুত্র।

দুদকের দায়েরকৃত মামলার অভিযোগে জানান যায়, ব্যবসায়ী মো. আবুল হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় প্রাথমিকভাবে দুদকের অনুসন্ধানে এমন তথ্য প্রমাণ পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা তার বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেন। তার প্রেক্ষিতে গত ২০২২ সালের ৫ জুন দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা কার্যালয়ে সম্পদ বিবরণীর তথ্য ব্যবসায়ী আবুল হোসেন দাখিল করেন। তার দাখিলকৃত তথ্য বিবরণীতে তিনি সম্পদের পরিমাণ, স্থাবর সম্পদ ১ কোটি ৫১ লাখ ৮১ হাজার ৪০০ টাকা এবং অস্থাবর সম্পদ ১ কোটি ৭৮ লাখ ৬ হাজার টাকা উল্লেখ করেন। কিন্তু অনুসন্ধানে তার ৬ কোটি ৫৬ লাখ ৯৪ হাজার ৯৫৯ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। 

তার দাখিলকৃত তথ্য বিবরণীতে ৩ কোটি ২৭ লক্ষ ৭ হাজার ৫৫৯ টাকার সম্পদ গোপন করে, দুর্নীতি দমন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে দুদকের দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বিষয়টি দুদক দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর আলম নিশ্চিত করে বলেছেন, মামলাটির দুদকের উপ-সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তিনি মামলাটি পূর্ণাঙ্গ তদন্ত করে সংশ্লিষ্ট আদালতে আসামীর বিরুদ্ধে চার্জশিট প্রদান করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যারিবিয়ান অঞ্চলে ‘মেলিসা’ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে : মার্কিন সংস্থা
ফিলিস্তিনি উপদলগুলো গাজাকে টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তরে সম্মত  
ভোলায় মধ্যরাত থেকে ইলিশ আহরণে নদীতে নামবেন জেলেরা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ  
আইএলও কনভেনশন অনুমোদনে সরকারকে কৃতজ্ঞতা নারীপক্ষের
জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট চাই : মাওলানা রফিকুল ইসলাম খান 
মালদ্বীপের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী বাংলাদেশ
গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অবাধ, সুষ্ঠু নির্বাচনে নয়া দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ : রিজভী
ডামি রাইফেল প্রদর্শন করে মিছিলে আতঙ্ক সৃষ্টি, গ্রেফতার মুজাহিদুল কারাগারে
মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য আগামী দুই মাসের মধ্যে এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ
১০