চুয়াডাঙ্গায় পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৮:৪৪
প্রতীকী ছবি।

চুয়াডাঙ্গা, ১১ জুলাই, ২০২৫ (বাসস): জেলার জীবননগর উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে আরিফুল ইসলাম আরিফ (৩৫) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের কানাপুকুরে এ ঘটনা ঘটে।

মৃত আরিফুল ইসলাম আরিফ জেলার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ার আইজেল আলীর ছেলে। আরিফুল ইসলাম আরিফ সৌদি আরব থেকে দেশে ফিরে গরু কেনা-বেচার ব্যবসা করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আরিফুল ইসলাম আরিফ বাড়ির পাশের কানাপুকুরে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে পুকুরের মাঝখানে একটা বড়ো মরা মাছ ভেসে থাকতে দেখে তিনি মাছটি আনতে গিয়ে পানির নিচে তলিয়ে যান। খবর পেয়ে জীবননগর উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে বিকেল সাড়ে ৩ টার সময় ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরের তলদেশ থেকে আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন।

পানিতে ডুবে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃত আরিফুল ইসলাম আরিফের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যারিবিয়ান অঞ্চলে ‘মেলিসা’ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে : মার্কিন সংস্থা
ফিলিস্তিনি উপদলগুলো গাজাকে টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তরে সম্মত  
ভোলায় মধ্যরাত থেকে ইলিশ আহরণে নদীতে নামবেন জেলেরা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ  
আইএলও কনভেনশন অনুমোদনে সরকারকে কৃতজ্ঞতা নারীপক্ষের
জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট চাই : মাওলানা রফিকুল ইসলাম খান 
মালদ্বীপের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী বাংলাদেশ
গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অবাধ, সুষ্ঠু নির্বাচনে নয়া দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ : রিজভী
ডামি রাইফেল প্রদর্শন করে মিছিলে আতঙ্ক সৃষ্টি, গ্রেফতার মুজাহিদুল কারাগারে
মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য আগামী দুই মাসের মধ্যে এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ
১০