নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৯:২০
নেত্রকোণা জেলায় বরযাত্রীবাহী বাস উল্টে এক ব্যক্তির মৃত্যু। ছবি: বাসস

নেত্রকোণা, ১১ জুলাই ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ বরযাত্রীবাহী বাস উল্টে কবির মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে জেলার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবির মিয়া জেলার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের কাউপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। নিহত কবির মিয়া সম্পর্কে বর মোক্তার হোসেনের মামা।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার আটপাড়া উপজেলার মুন্সিপুর গ্রাম থেকে বর মোক্তার হোসেন দু’টি বাস ও একটি মাইক্রোবাস যোগে বরযাত্রীদের নিয়ে সদর উপজেলার চুচুয়া গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে দ্বিতীয় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীদের উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবির মিয়া নামের একব্যক্তিকে মৃত ঘোষনা করেন। 

অন্যদিকে, আহতদের মধ্যে মিলন মুন্সি (৭০) নামের একজনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ সড়ক দুর্ঘটনায় একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না : সারোয়ার তুষার
কুমিল্লায় সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ
অপকর্মকারীদের বাবা-মায়ের নামসহ তালিকা ঝুলিয়ে দেয়া হবে : সারজিস
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস-সি এন জি সংঘর্ষে নিহত ২
১০