নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৯:২০
নেত্রকোণা জেলায় বরযাত্রীবাহী বাস উল্টে এক ব্যক্তির মৃত্যু। ছবি: বাসস

নেত্রকোণা, ১১ জুলাই ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ বরযাত্রীবাহী বাস উল্টে কবির মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে জেলার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবির মিয়া জেলার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের কাউপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। নিহত কবির মিয়া সম্পর্কে বর মোক্তার হোসেনের মামা।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার আটপাড়া উপজেলার মুন্সিপুর গ্রাম থেকে বর মোক্তার হোসেন দু’টি বাস ও একটি মাইক্রোবাস যোগে বরযাত্রীদের নিয়ে সদর উপজেলার চুচুয়া গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে দ্বিতীয় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীদের উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবির মিয়া নামের একব্যক্তিকে মৃত ঘোষনা করেন। 

অন্যদিকে, আহতদের মধ্যে মিলন মুন্সি (৭০) নামের একজনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ সড়ক দুর্ঘটনায় একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৩০
মানিকগঞ্জে ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন’ বিষয়ক আলোচনা সভা
শুল্ক পরিবর্তনের ফলে বিদেশে উৎপাদন বন্ধের নির্দেশ মার্কিন কোম্পানির
চানখারপুলে মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ
ভূমি অটোমেটেড সিস্টেম চালু হলে জনভোগান্তি কমবে: উপদেষ্টা আলী ইমাম মজুমদার 
ইউক্রেন ইস্যুতে অনলাইন শীর্ষ সম্মেলন করবেন ইউরোপীয় নেতারা
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান
১০