সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থী ঘোষণা

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৯:৪৮

ঢাকা, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য প্রার্থীদের এক মতবিনিময় সভা আজ বিকেলে সিলেট নগরের হোটেল গোল্ডেন সিটিতে অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিলেট বিভাগের ১৯ টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন খেলাফত মজলিস কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও প্রতিষ্ঠাকালীন মহাসচিব, ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান। এ সময় উপস্থিত ছিলেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডা. এ এ তাওসিফ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী। 

দেয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য প্রার্থীরা হলেন - সুনামগঞ্জ-১: অধ্যাপক ফজর আলী, সুনামগঞ্জ-২: সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩: শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪: মাওলানা আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫: হাফিজ মাওলানা আবদুল কাদির। 

সিলেট-১: হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২: মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩: মাওলানা দিলওয়ার হোসেন, সিলেট-৪: শায়খ আলী হাসান ওসামা, সিলেট-৫: মুফতি আবুল হাসান ও সিলেট-৬: মাওলানা সাদিকুর রহমান।

মৌলভীবাজার-১: মাওলানা লোকমান আহমদ, মৌলভীবাজার-২: সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩: মাওলানা আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪: মাওলানা নূরুল মুত্তাকীন জুনেদ।

হবিগঞ্জ-১: মাওলানা আবদুল কাইয়ুম জাকি, হবিগঞ্জ-২: মাওলানা আব্দুল বাছিত আজাদ, হবিগঞ্জ-৩: অ্যাডভোকেট সরওয়ার রহমান চৌধুরী ও হবিগঞ্জ-৪: ড. আহমদ আবদুল কাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০