সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থী ঘোষণা

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৯:৪৮

ঢাকা, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য প্রার্থীদের এক মতবিনিময় সভা আজ বিকেলে সিলেট নগরের হোটেল গোল্ডেন সিটিতে অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিলেট বিভাগের ১৯ টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন খেলাফত মজলিস কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও প্রতিষ্ঠাকালীন মহাসচিব, ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান। এ সময় উপস্থিত ছিলেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডা. এ এ তাওসিফ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী। 

দেয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য প্রার্থীরা হলেন - সুনামগঞ্জ-১: অধ্যাপক ফজর আলী, সুনামগঞ্জ-২: সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩: শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪: মাওলানা আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫: হাফিজ মাওলানা আবদুল কাদির। 

সিলেট-১: হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২: মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩: মাওলানা দিলওয়ার হোসেন, সিলেট-৪: শায়খ আলী হাসান ওসামা, সিলেট-৫: মুফতি আবুল হাসান ও সিলেট-৬: মাওলানা সাদিকুর রহমান।

মৌলভীবাজার-১: মাওলানা লোকমান আহমদ, মৌলভীবাজার-২: সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩: মাওলানা আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪: মাওলানা নূরুল মুত্তাকীন জুনেদ।

হবিগঞ্জ-১: মাওলানা আবদুল কাইয়ুম জাকি, হবিগঞ্জ-২: মাওলানা আব্দুল বাছিত আজাদ, হবিগঞ্জ-৩: অ্যাডভোকেট সরওয়ার রহমান চৌধুরী ও হবিগঞ্জ-৪: ড. আহমদ আবদুল কাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে ট্রাক চাপায় একব্যক্তি নিহত 
দীর্ঘদিন পর মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে: আব্দুল হালিম
টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে বিজিএমইএ এবং ব্র্যান্ড ফোরামের বৈঠক
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 
জাতির সেবায় সদা প্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি : কুমিল্লায় মহাপরিচালক
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে মিরকাদিম চ্যাম্পিয়ন
১০