আগামী ৭২ ঘন্টায় ফেনী জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে 

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ২০:৩৩
ছবি: সংগৃহীত

ঢাকা, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : ফেনী জেলার সেলোনিয়া ও মুহুরি নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় ফেনী জেলার মুহরী ও সেলোনিয়া নদীর পানি সমতল হ্রাস পেতে পারে ও ফেনী জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এই অববাহিকায় আগামী ৩ দিন মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তা ও ধরলা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। তবে নদীসমূহে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আগামী ৩ দিন এই নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে। এই অববাহিকায় আগামী ৩দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। তবে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

আগামী ২ দিন এই নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে এবং ৩য় দিন স্থিতিশীল থাকতে পারে। এই অববাহিকায় আগামী ৩ দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে নদীসমূহ বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এই অববাহিকায় আগামী ৫ দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগের হালদা, গোমতী, ফেনী, সাঙ্গু ও মাতামুহুরি নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী ১ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে, তবে ৩য় দিন বৃদ্ধি পেতে পারে। এই অববাহিকায় আগামী ৩ দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ১ দিন স্থিতিশীল থাকতে পেতে পারে এবং পরবর্তী ৪ দিন পানি সমতল হ্রাস পেতে পারে ও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এই অববাহিকায় আগামী ৫ দিন মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে।

দেশের বিভিন্ন নদ-নদীর ১২৭টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৮০টি পয়েন্টে পানি সমতল বৃদ্ধি, ৪৪টিতে হ্রাস পেয়েছে ও ৩টি স্টেশনে অপরিবর্তিত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে বিজিএমইএ এবং ব্র্যান্ড ফোরামের বৈঠক
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 
জাতির সেবায় সদা প্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি : কুমিল্লায় মহাপরিচালক
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে মিরকাদিম চ্যাম্পিয়ন
অনলাইনে প্রতারণা রুখতে মেটাকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেবে সিঙ্গাপুর
সুনামগঞ্জে ‘জুলাই’ শহীদের স্মরণে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
১০