র‌্যাবের অভিযানে ২০১ বোতল ফেনসিডিলসহ দিনাজপুরের একজন আটক 

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ২২:৫২
ছবি : বাসস

দিনাজপুর, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : দিনাজপুর  বিরামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে  ২০১ বোতল ফেন্সিডিলসহ  এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ  দিনাজপুর র‌্যাব -১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ  বিকেরে  বিরামপুর উপজেলা সীমান্তবর্তী এলাকার কাটলা গ্রামের রাস্তায় গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। তাদের অভিযানে সন্দেহজনকভাবে  একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি অভিনব কৌশলে বহন করা একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২০১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত মাদককারবারি  মো. বুলবুল হাসান (৩৫)কে আটক করা হয়। আটক মাদক কারবারি বুলবুল হাসান জেলার বিরামপুর উপজেলার উত্তর কাটলা গ্রামের বদিউজ্জামানের ছেলে।

র‌্যাব জানায়, বুলবুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সাথে সংশ্লিষ্ট  বেশ কিছু তথ্য দিয়েছে। 

আটক ব্যক্তিকে রাতে বিরামপুর থানায় সোপর্দ করা  হয়েছে। এ ঘটনার র‌্যাব সদস্যদের পক্ষ হতে মাদক আইনে ওই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিরামপুর থানার ওসি পরিদর্শক মো. মমতাজুল হক জানায়,গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল শনিবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০