র‌্যাবের অভিযানে ২০১ বোতল ফেনসিডিলসহ দিনাজপুরের একজন আটক 

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ২২:৫২
ছবি : বাসস

দিনাজপুর, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : দিনাজপুর  বিরামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে  ২০১ বোতল ফেন্সিডিলসহ  এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ  দিনাজপুর র‌্যাব -১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ  বিকেরে  বিরামপুর উপজেলা সীমান্তবর্তী এলাকার কাটলা গ্রামের রাস্তায় গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। তাদের অভিযানে সন্দেহজনকভাবে  একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি অভিনব কৌশলে বহন করা একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২০১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত মাদককারবারি  মো. বুলবুল হাসান (৩৫)কে আটক করা হয়। আটক মাদক কারবারি বুলবুল হাসান জেলার বিরামপুর উপজেলার উত্তর কাটলা গ্রামের বদিউজ্জামানের ছেলে।

র‌্যাব জানায়, বুলবুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সাথে সংশ্লিষ্ট  বেশ কিছু তথ্য দিয়েছে। 

আটক ব্যক্তিকে রাতে বিরামপুর থানায় সোপর্দ করা  হয়েছে। এ ঘটনার র‌্যাব সদস্যদের পক্ষ হতে মাদক আইনে ওই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিরামপুর থানার ওসি পরিদর্শক মো. মমতাজুল হক জানায়,গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল শনিবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে ট্রাক চাপায় একব্যক্তি নিহত 
দীর্ঘদিন পর মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে: আব্দুল হালিম
টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে বিজিএমইএ এবং ব্র্যান্ড ফোরামের বৈঠক
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 
জাতির সেবায় সদা প্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি : কুমিল্লায় মহাপরিচালক
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে মিরকাদিম চ্যাম্পিয়ন
১০