র‌্যাবের অভিযানে ২০১ বোতল ফেনসিডিলসহ দিনাজপুরের একজন আটক 

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ২২:৫২
ছবি : বাসস

দিনাজপুর, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : দিনাজপুর  বিরামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে  ২০১ বোতল ফেন্সিডিলসহ  এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ  দিনাজপুর র‌্যাব -১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ  বিকেরে  বিরামপুর উপজেলা সীমান্তবর্তী এলাকার কাটলা গ্রামের রাস্তায় গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। তাদের অভিযানে সন্দেহজনকভাবে  একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি অভিনব কৌশলে বহন করা একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২০১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত মাদককারবারি  মো. বুলবুল হাসান (৩৫)কে আটক করা হয়। আটক মাদক কারবারি বুলবুল হাসান জেলার বিরামপুর উপজেলার উত্তর কাটলা গ্রামের বদিউজ্জামানের ছেলে।

র‌্যাব জানায়, বুলবুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সাথে সংশ্লিষ্ট  বেশ কিছু তথ্য দিয়েছে। 

আটক ব্যক্তিকে রাতে বিরামপুর থানায় সোপর্দ করা  হয়েছে। এ ঘটনার র‌্যাব সদস্যদের পক্ষ হতে মাদক আইনে ওই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিরামপুর থানার ওসি পরিদর্শক মো. মমতাজুল হক জানায়,গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল শনিবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামের ভাটিয়ারিতে ১২০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৩০
মানিকগঞ্জে ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন’ বিষয়ক আলোচনা সভা
শুল্ক পরিবর্তনের ফলে বিদেশে উৎপাদন বন্ধের নির্দেশ মার্কিন কোম্পানির
চানখারপুলে মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ
ভূমি অটোমেটেড সিস্টেম চালু হলে জনভোগান্তি কমবে: উপদেষ্টা আলী ইমাম মজুমদার 
ইউক্রেন ইস্যুতে অনলাইন শীর্ষ সম্মেলন করবেন ইউরোপীয় নেতারা
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
১০