র‌্যাবের অভিযানে ২০১ বোতল ফেনসিডিলসহ দিনাজপুরের একজন আটক 

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ২২:৫২
ছবি : বাসস

দিনাজপুর, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : দিনাজপুর  বিরামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে  ২০১ বোতল ফেন্সিডিলসহ  এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ  দিনাজপুর র‌্যাব -১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ  বিকেরে  বিরামপুর উপজেলা সীমান্তবর্তী এলাকার কাটলা গ্রামের রাস্তায় গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। তাদের অভিযানে সন্দেহজনকভাবে  একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি অভিনব কৌশলে বহন করা একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২০১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত মাদককারবারি  মো. বুলবুল হাসান (৩৫)কে আটক করা হয়। আটক মাদক কারবারি বুলবুল হাসান জেলার বিরামপুর উপজেলার উত্তর কাটলা গ্রামের বদিউজ্জামানের ছেলে।

র‌্যাব জানায়, বুলবুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সাথে সংশ্লিষ্ট  বেশ কিছু তথ্য দিয়েছে। 

আটক ব্যক্তিকে রাতে বিরামপুর থানায় সোপর্দ করা  হয়েছে। এ ঘটনার র‌্যাব সদস্যদের পক্ষ হতে মাদক আইনে ওই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিরামপুর থানার ওসি পরিদর্শক মো. মমতাজুল হক জানায়,গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল শনিবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর কালশীতে আগুন
জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ
তারেক রহমান শিগগিরই দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেবেন : ড. এনামুল হক চৌধুরী
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
১০