জীবন বাঁচাতে আগে ত্রাণ, পরে টেকসই বাঁধও হবে : ফেনীতে ত্রাণ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০০:১৮

ফেনী, ১১ জুলাই, ২০২৫(বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, বিভিন্ন গণমাধ্যমে ফেনীর মানুষের বরাত দিয়ে যেভাবে বলা হচ্ছে; তারা ত্রাণ চায়না,টেকসই বাঁধ চায়। এটা ঠিক নয়। ত্রাণ লাগবে। টেকসই বাঁধও নির্মাণ করতে হবে।

তিনি বলেন, জীবন বাঁচানোর জন্য আগে ত্রাণের প্রয়োজন। এরপর অবশ্যই বাঁধও নির্মাণ করা হবে এবং সেটা আমাদেরই দায়িত্ব।

ফেনীর বিদ্যমান বন্যা পরিস্থিতি নিয়ে শুক্রবার রাতে জেলার দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফারুক ই আজম আরও বলেন, ফেনীবাসীর প্রাণের দাবি এই বেড়িবাঁধ নির্মাণের জন্য এরই মধ্যে সরকারের পক্ষ থেকে প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকার একটা মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের বন্যায় সারা দেশের মানুষ ফেনীর পাশে দাঁড়িয়েছে। এবারও সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবীরা বন্যা দুর্গত মানুষের সহায়তা কাজ করছে।

জলাবদ্ধতা নিয়ে  চট্টগ্রাম নগরের  দীর্ঘদিনের ভোগান্তির উল্লেখ করে তিনি বলেন, গত চার মাস ধরে কাজ করে বর্তমান সরকারের প্রচেষ্টায় আমরা সমস্যার সমাধানে অনেক দূর এগিয়েছি। আর কিছু কাজ বাকি আছে। তা বাস্তবায়ন হলে চট্টগ্রামে আর জলাবদ্ধতা থাকবে না।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায়  সেনাবাহিনীর ফেনীস্থ মহিপাল ক্যাম্পের অধিনায়ক লে.কর্নেল ফাহিম মোনায়েম হোসেন , ফেনীস্থ বিজিবি-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশাররফ হোসেন, ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ ও জেলা  প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে বিজিএমইএ এবং ব্র্যান্ড ফোরামের বৈঠক
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 
জাতির সেবায় সদা প্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি : কুমিল্লায় মহাপরিচালক
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে মিরকাদিম চ্যাম্পিয়ন
অনলাইনে প্রতারণা রুখতে মেটাকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেবে সিঙ্গাপুর
সুনামগঞ্জে ‘জুলাই’ শহীদের স্মরণে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
১০