জীবন বাঁচাতে আগে ত্রাণ, পরে টেকসই বাঁধও হবে : ফেনীতে ত্রাণ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০০:১৮

ফেনী, ১১ জুলাই, ২০২৫(বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, বিভিন্ন গণমাধ্যমে ফেনীর মানুষের বরাত দিয়ে যেভাবে বলা হচ্ছে; তারা ত্রাণ চায়না,টেকসই বাঁধ চায়। এটা ঠিক নয়। ত্রাণ লাগবে। টেকসই বাঁধও নির্মাণ করতে হবে।

তিনি বলেন, জীবন বাঁচানোর জন্য আগে ত্রাণের প্রয়োজন। এরপর অবশ্যই বাঁধও নির্মাণ করা হবে এবং সেটা আমাদেরই দায়িত্ব।

ফেনীর বিদ্যমান বন্যা পরিস্থিতি নিয়ে শুক্রবার রাতে জেলার দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফারুক ই আজম আরও বলেন, ফেনীবাসীর প্রাণের দাবি এই বেড়িবাঁধ নির্মাণের জন্য এরই মধ্যে সরকারের পক্ষ থেকে প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকার একটা মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের বন্যায় সারা দেশের মানুষ ফেনীর পাশে দাঁড়িয়েছে। এবারও সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবীরা বন্যা দুর্গত মানুষের সহায়তা কাজ করছে।

জলাবদ্ধতা নিয়ে  চট্টগ্রাম নগরের  দীর্ঘদিনের ভোগান্তির উল্লেখ করে তিনি বলেন, গত চার মাস ধরে কাজ করে বর্তমান সরকারের প্রচেষ্টায় আমরা সমস্যার সমাধানে অনেক দূর এগিয়েছি। আর কিছু কাজ বাকি আছে। তা বাস্তবায়ন হলে চট্টগ্রামে আর জলাবদ্ধতা থাকবে না।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায়  সেনাবাহিনীর ফেনীস্থ মহিপাল ক্যাম্পের অধিনায়ক লে.কর্নেল ফাহিম মোনায়েম হোসেন , ফেনীস্থ বিজিবি-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশাররফ হোসেন, ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ ও জেলা  প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে ১৬-২৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে আটক ১৫১
ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ীসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান
নরসিংদীর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা
অভুক্ত ও অসুস্থ ঘোড়ার পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
চাকসু, হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে: ডেনিশ রাষ্ট্রদূত
মোটরযান গতি সীমা নির্দেশিকা ২০২৪ বিষয়ে গণসচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন
অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
কোনো মামলায় পলাতক আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না
১০