জীবন বাঁচাতে আগে ত্রাণ, পরে টেকসই বাঁধও হবে : ফেনীতে ত্রাণ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০০:১৮

ফেনী, ১১ জুলাই, ২০২৫(বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, বিভিন্ন গণমাধ্যমে ফেনীর মানুষের বরাত দিয়ে যেভাবে বলা হচ্ছে; তারা ত্রাণ চায়না,টেকসই বাঁধ চায়। এটা ঠিক নয়। ত্রাণ লাগবে। টেকসই বাঁধও নির্মাণ করতে হবে।

তিনি বলেন, জীবন বাঁচানোর জন্য আগে ত্রাণের প্রয়োজন। এরপর অবশ্যই বাঁধও নির্মাণ করা হবে এবং সেটা আমাদেরই দায়িত্ব।

ফেনীর বিদ্যমান বন্যা পরিস্থিতি নিয়ে শুক্রবার রাতে জেলার দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফারুক ই আজম আরও বলেন, ফেনীবাসীর প্রাণের দাবি এই বেড়িবাঁধ নির্মাণের জন্য এরই মধ্যে সরকারের পক্ষ থেকে প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকার একটা মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের বন্যায় সারা দেশের মানুষ ফেনীর পাশে দাঁড়িয়েছে। এবারও সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবীরা বন্যা দুর্গত মানুষের সহায়তা কাজ করছে।

জলাবদ্ধতা নিয়ে  চট্টগ্রাম নগরের  দীর্ঘদিনের ভোগান্তির উল্লেখ করে তিনি বলেন, গত চার মাস ধরে কাজ করে বর্তমান সরকারের প্রচেষ্টায় আমরা সমস্যার সমাধানে অনেক দূর এগিয়েছি। আর কিছু কাজ বাকি আছে। তা বাস্তবায়ন হলে চট্টগ্রামে আর জলাবদ্ধতা থাকবে না।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায়  সেনাবাহিনীর ফেনীস্থ মহিপাল ক্যাম্পের অধিনায়ক লে.কর্নেল ফাহিম মোনায়েম হোসেন , ফেনীস্থ বিজিবি-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশাররফ হোসেন, ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ ও জেলা  প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানিকগঞ্জে ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন’ বিষয়ক আলোচনা সভা
শুল্ক পরিবর্তনের ফলে বিদেশে উৎপাদন বন্ধের নির্দেশ মার্কিন কোম্পানির
চানখারপুলে মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ
ভূমি অটোমেটেড সিস্টেম চালু হলে জনভোগান্তি কমবে: উপদেষ্টা আলী ইমাম মজুমদার 
ইউক্রেন ইস্যুতে অনলাইন শীর্ষ সম্মেলন করবেন ইউরোপীয় নেতারা
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান
‘জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই’ : ট্রাইব্যুনালে সাক্ষ্য
১০